বিশ্বব্যাংক বাংলাদেশ মিশন আজ নীচের বিবৃতিটি দিয়েছেঃ সম্প্রতি বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পের সাথে নতুন করে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে খুব শীগগিরই বিশ্বব্যাংক দু’টি প্রতিনিধি দল পাঠাবে। বিদেশী প্রসিদ্ধ দুর্নীতিদমন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত একটি দল পদ্মাসেতু দুর্নীতিসংক্রান্ত প্রমানাদির উপর বাংলাদেশী তদন্ত সম্পূর্ন্ এবং ন্যয়সংগত হয়েছিলো কিনা তা যাচাই করবে। এই যাচাইয়ের পাশাপাশি দ্বিতীয় দলটি অন্যান্য দাতাসংস্থার সাথে আলোচনা করে সেতুপ্রকল্পের ক্রয়প্রক্রিয়ার অধিকতর নজরদারি নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়ন কাঠামোতে কী পরিবর্তন দরকার তা ঠিক করবে। বিশ্বব্যাংক এখন দলদুটির সফরসূচী প্রণয়ন করছে, এমাসেই তারা বাংলাদেশে আসবে আশা করা যায়। লিঙ্ক দেখা যাক পদ্মাসেতু নিয়ে আবুল হোসেনের উপর দুর্নীতি দমন কমিশনের তদন্ত কেমন ছিলো। যেমন বলা হয়ে থাকে তারা প্রকৃতপক্ষেই ‘‘আওয়ামী লীগের ধোপা’’ কিনা তা’ জনগনের কাছে পরিষ্কার যেতে পারে এবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।