আমাদের কথা খুঁজে নিন

   

কাদের সিদ্দীকি, মাহমুদুর রহমান ও বদ উমরকে এক ধোপার ধোলাই কর্ম

বাঘা কাদের বা গামছা-ত্যানা যাই বলেন না কেন, কিংবা বুদ্ধিজীবি বদ উমর, অথবা নোবেল প্রত্যাশী মাহমুদুর রহমান তারা সবাই একই বৃন্তের ফুল। এই যেমন ধরেন, বদ উমর একজন বাম দিকে চামে চলা বুদ্ধিজীবি, কিন্তু লিখেন জামাতি মাহমুদুর রহমানের পত্রিকায়। আবার মাহমুদুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে সদা সচেষ্ট একজন ব্যক্তি। আবার তাকেই নোবেল দেয়ার কথা বলেন গামছা প্রতিকের নেতা কাদের ওরফে বাঘা কাদের ওরফে গামছা কাদের। তবে আমার এই লেখাটার উদ্দেশ্য অন্য আরেকটা কারন পেঁচাব্লগে এক লেখক তাদের ধুয়ে দিয়েছেন এমন ভাবে যে এই শীতে এদের তিনজন এমনকি তাদের দোসরদের মাস খানেক গোসল না করলেও চলবে। আমি শুধু লিঙ্ক দিয়ে দিচ্ছি কেননা, এই লেখা কপি করে দিয়ে অন্যায় করতে ইচ্ছুক না। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেননা অনেকে গালি দিতে পারেন, শালা ফাউল লেখায় হিট বাড়ানোর জন্য এই পদ্ধতি আমরাও জানি তাদের কাছে আমার কিছু বলার নাই। http://pechablog.com/nebir/1972/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.