------ শুনই প্রগতি পাঠাগারের নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম চলছে.... বই পড়তে আগ্রহী শুনই গ্রামের স্থায়ী বাসিন্দারা পাঠাগারের নির্দিষ্ট ফরমে সভাপতি বরাবর ২ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদন করুন। >ফরম পাওয়া যাবে শুনই প্রগতি পাঠাগারের কার্যালয়ে >পাঠাগার প্রতিদিন (শনি থেকে বৃহস্পতি) খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত >শুক্রবার খোলা থাকে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত > আগামী জানুয়ারী ২০১৩ তে পাঠাগারে যুক্ত হবে নতুন আরো ৩০০ বই > রাজনীতি, অর্থনীতি, সমাজ, মুক্তিযুদ্ধ, পুথি সাহিত্য, ধর্মীয়, শিশুতোষ, বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি, আইন, গণিত, খেলাধুলা, মিডিয়া ও নানা ধরনের বইয়ের সমারোহে পাঠাগারটি এখন সম্বৃদ্ধ। > ম্যাগাজিন, জার্নালের সংখ্যা প্রতিমাসেই বাড়ছে। > প্রাচীন বিলুপ্তপ্রায় পুথি সাহিত্য নিয়ে করা হয়েছে আলাদা একটি সেল। এতে রয়েছে ৩০টিরও অধিক পুথি। পাঠাগারের নিয়মিত সদস্যরা দুস্প্রাপ্য এই পুথি গুলো পড়ার সুযোগ পাবে। শুনই প্রগতি পাঠাগারের কার্যালয়ের ঠিকানা: কার্যালয় শুনই প্রগতি পাঠাগার গ্রাম: শুনই দশভাগিয়া, ডাকঘর: শুনই বড়বাড়ি উপজেলা: আটপাড়া জেলা: নেত্রকোনা-২৪৭০ ই-মেইল আইডি: মুঠোফোন: ০১৬৭২ ১৯৪৪৫৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।