আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কার খাদে, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে একটি প্রাইভেট কার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি প্রাইভেট কারের চালক ইসমাইল মিয়া (২৫)। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হানিফ প্রথম আলো ডটকমকে জানান, ঢাকাগামী প্রাইভেট কারটির চালক রামপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন।
আহত অবস্থায় প্রাইভেটকারের অন্য দুই যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।