আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম ভেলোর দুর্গ (একটি ছবি ব্লগ)

আমার যোগ্যতা কিছুই নেই। ছোটবেলায় বিটিভি তে টিপু সুলতান দেখেন নি এমন মানুষ আশা করি খুজে পাওয়া যাবে না। তাই যদি হাতে একটু সময় থাকে চলুন ঘুরে আসি ভেলরে অবস্থিত সেই আক্রমণ কর খ্যত টিপু সুলতানের দুর্গ থেকে। এইটা দুর্গের প্রধান ফটক। পায়ে হাটার জন্য এরকমই রাস্তা আছে ভিতরে।

এগুলো হচ্ছে গোলা বারুদ সংরক্ষণের জায়গা এইখানে সৈন্যরা দারিয়ে শত্রুদের উপর নজর রাখত। এইগুলারেই বুঝি সুড়ঙ্গ কয়। দুর্গ থেকে ভেলর শহর। দুর্গের পুরা ছবি ক্যমেরায় আনার বৃথা চেষ্টা । এইখান থেকেই বিজয় কেতন কিংবা অন্যান্য কেতন উড়ানো হইত।

এখানে একটা মন্দির আছে নাম ভেলর দুর্গ মন্দির। দুর্গের মধ্যেই আবার আছে জাদুঘর। ফরেনার হইলে ১০০ রুপি আর দেশী হইলে ১০ রুপি। আমি হিন্দী বলায় ওরা আমারে ১০ রুপি দিয়াই ঢুকতে দিছে। চলেন যাই ঘুরে আসি।

এইখানে প্রায় ৯০০ থেকে ১৪০০ বছর আগে প্রাপ্ত ব্রোঞ্জের এবং পাথুরে হিন্দু দেব দেবীর মূর্তি সংরক্ষিত আছে। টিপু সুলতানের তলোয়ার এবং জলসা সামগ্রী। আরো কিছু দেব দেবীর মূর্তি। জাদুঘরের বাইরেও রয়েছে কিছু পাথুরে মূর্তি। এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম গোল্ডেন টেম্পেল দেখতে যা কিনা ২৭টন সোনা দিয়ে তৈরী।

দুঃখজনক হলেও সত্যি যে এখানে ক্যমেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই বাইরের দুটি ছবি দিলাম। এটাই সেই প্রধান গেইট যাই সারাদিন মেলা ঘুরাঘুরি করছি এখন একটু ঘুমাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.