মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " বহুল আলোচিত সেপ্টেম্বর মাস আগামীকাল আমাদের কাছ থেকে বিদায় নিবে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে সামুতে অনেক স্টিকি পোস্ট ছিল। আবার ২১ তারিখের পর থেকে সামু ছিল অসম্ভব গরম।
বর্তমানেই এই গরমের একটা ভাপসা ভাব সামুতে রয়ে গেছে।
যাই হোক। প্রতিমাসেই কিছু বিখ্যাত ব্লগার সামুর পোস্ট নিয়ে একটা সংকলন তৈরি করে থাকেন। আমি ভাই গরীব ব্লগার। এই গুরুদায়িত্ব নিজ ইচ্ছায় নিজের ঘাড়ে নেওয়ার মতো বর্তমানে কোন ইচ্ছা আমার নাই।
তাই আমি নিজের পোস্টের একটা সংকলন তৈরি করেছি।
অভিজ্ঞতা
১। মডু নির্বাচিত হবার আগে ও পরে জানা আপার সাথে কথোপকথন।
২। এক জ্যোৎস্না রাতে কিছু ব্লগারদের সাথে ব্লগিও আড্ডা।
" গানের ভেলা "
১। অসম্ভব সুন্দর কিছু গান ( অসময়ে চলে যাওয়া একজন মানুষের গান )
" সামুর সমস্যার সমাধান "
১। সামুতে লগইন করতে সমস্যা ??? এই হল সমাধান ।
জ্যোতিষী হতে মন চায় "
১। সংখ্যা তত্ত্ব এবং মানুষের স্বভাব ।
( জ্যোতিষ বিদ্যা )
২। থট রিডিং ও সংখ্যা তত্ত্ব।
শেষ।
বিঃদ্রঃ " থট রিডিং " বিষয়টা শিখিয়ে দেবার ইচ্ছা ছিল। কিন্তু সামু অসম্ভব গরম থাকায় সাহস করে উঠতে পারিনি।
যাই হোক। আগামীতে শিখিয়ে দেবো। একটু ফাঁকি দেওয়া আরকি ।
শুভ ব্লগিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।