আমাদের কথা খুঁজে নিন

   

"love is nothing scared of sucess"...। ছবি ব্লগ

মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে প্রতিদিন এই পথে যেতে যেতে লক্ষ করি কেও একজন আমাকে দেখছে , পিছু পিছু আসছে .। ঘুরে দাঁড়ালেই দেয় দৌড় .। .। । মন চাইলো তার কিছু ছবি তুলে নিজের কাছে রেখে দিতে .।

.। কিন্তু সাহস হয় না বলতে .। .। একদিন সাহস করে বলেই ফেললাম !! বন্ধু হয়ে আমার এই টুকু আবদার রাখবে না তা কি করে হয় .। .।

( যে সব সময় সাথে সাথে থাকে সেই ত বন্ধু ) আমার সেই বন্ধু (কাঠবিড়াল) কে বলেছিলাম আমি তোমার ছবি তুলতে চাই ,দেবে..? .....সে যে আমারই অপেক্ষায় ছিল বুঝিনি .। । । দেখুন না কি শুন্দর করে ভাব নিয়ে দাড়িয়ে ছে ২ ৩ প্রথম ছবি টা ছারা বাকি গুলো মোবাইল এ তোলা .। .।

। ওকে খুব মিস করছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।