আমাদের কথা খুঁজে নিন

   

জাদেজা-ঝড়ে উইন্ডিজ

ঝড়’ উপমাটা ঠিক স্পিনারদের সঙ্গে যায় না; পেসারদের সঙ্গেই ভালো মানায়। তার পরও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে যেভাবে হুট করে টালমাটাল হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, ‘ঝড়’ শব্দটা লিখতেই হচ্ছে। ১ উইকেটে ১০৩ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দেখতে দেখতে হয়ে গেল ১০৯/৪। ২৫ বলের মধ্যে ৬ রান তুলতে না তুলতেই তিন উইকেটের পতন। এই তিনটা উইকেটই নিজের টানা তিন ওভারে তুলে নিয়েছেন জাদেজা।


ঝড়ের পূর্বাভাস দেওয়া ক্রিস গেইলকে ২১ রানে থামিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু এর পরই জনসন চার্লস আর ড্যারেন ব্রাভো মিলে গড়ে তোলেন ৭৮ রানের দারুণ এক জুটি। ওভারপ্রতি পাঁচের ওপর রান তুলে ধোনির কপালে দুশ্চিন্তার রেখাটি চওড়া করছিলেন এই দুজন। এ ধরনের পরিস্থিতিতে যা করেন, ধোনি তা-ই করলেন; নিজের প্রিয় বাজির ঘোড়াগুলোর একজনকে ডেকে আনলেন আক্রমণে।
বল হাতে পেয়ে দ্বিতীয় ওভারেই জাদেজা ফেরালেন মূল দুশ্চিন্তা হয়ে ওঠা চার্লসকে (৬০)।

নিজের পরের ওভারেই মারলন স্যামুয়েল (১), তার পরের ওভারে জাদেজা বধ করেন রামনরেশ সারওয়ানকে (১)। ৩১ রানের জুটি গড়ে ঝড়ের ধাক্কা সামলাচ্ছিলেন ব্রাভো ভাইয়েরা। কিন্তু ৩৫ রান করে ডোয়াইনকে ছেড়ে ড্যারেন সাজঘরে ফেরেন অশ্বিনের শিকার হয়ে। ৩৩.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪০/৫। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।