আমাদের কথা খুঁজে নিন

   

মাসুদ রানা - কালপুরুষ

শুধু স্বপ্ন দেখতে নয় , দেখাতেও ভালোবাসি :) :) :) সেই ছোট বেলা থেকে কাজীদা'র (কাজী আনোয়ার হোসেন) মাসুদ রানার প্রেমে পড়েছি। ঠিক কখন থেকে মাসুদ রানার ভক্ত হলাম মনে নাই। এই পর্যন্ত হাতের কাছে যত বই পড়েছে সবই পড়েছি। বেশ অনেক দিন পর কালপুরুষ বইটা হাতের কাছে পেলাম। মাঝ খােন অনেক দিন মাসুদরানা পড়া হয়নি।

তাই পড়া শুরু করলাম । ইদানিং নেট জগতে এসে আগের মত বই পড়ার আগ্রহ টা যেন পড়ে গেছে। তবু বইটা শেষ করলাম । কিন্ঞৎ কাহিনীর কথা বলি, ৩ খন্ডের বইটাতে ১ম আর ২য় খন্ড পুরাটাতেই রানা ধাঁধার ভিতর ছিলো। ৩য় খন্ডে ে পরিষ্কার কোন সমাধান যেন পায় নি।

পাশ্ব চরিত্র গুলো যেন রানা কে বেশ কটাক্ষ করেছে। তবে শেষ পযন্ত হাসিটা রানার ই ছিল। পরিশেষে, বইটার কাহিনী ভালোই ছিলো। পুরুটাই জটিল এক রহস্য । ভালোই লেগেছে।

*-* রানার কোন বই পড়ে কোন রিভিউ লেখা হয় নি, কেন যেন বইটা পড়তে পড়েত মনে হলো লিখলে মন্দ কী ? যার কারণেই লেখা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.