ছয় বছর প্রেম করার পর গত এক বছর আগে ভেঙে দিয়েছি তার খারাপ চরিত্রের জন্য, আসলে তার খারাপ চরিত্রের কথা আগে অনেকে বলেছে বিশ্বাস করিনি, হাতেনাতে প্রমান পাওয়ার পর সরে এসেছি, অন্য কয়েক জনের সাথে ইটিস পিটিস করত, রাত জেগে ফোনে কথা বলত, গিফট আদান প্রদান এমনকি টাকা পয়সাও নিত, কিন্তু আমি ছয় বছর অন্ধ বিশ্বাসে ভালোবেসেছি, আমাদের সম্পর্কের কথা ওর ফ্যামেলি জানত, ওদের বাড়িতে মাঝে মাঝে যেতাম, আমার সাথে সম্পর্কের শুরুতে ওদের অর্থনৈতিক অবস্হা ভালো ছিলোনা,সে সময় অনেক সহায়তা করেছি, সম্পর্কের শেষ দিকে অর্থনৈতিক অবস্হা একটু উন্নতি হতে থাকে আর আমাকে ভুলতে থাক, এমনকি ব্যাক্তিগত মোবাইল কিনেছে কিন্তু নাম্বার আমাকে দেয়নি। এক বছর আগে আমার মেডিকেল অপারেশনের কয়েকদিন আগে ওর সাথে দেখা করতে চাইলে টালবাহানা শুরু করে, রাগ করে ওদের বাড়িতে গিয়ে ওর মোবাইল কেড়ে নিয়ে কুকর্মের সব ম্যাসেজ দেখতে পাই, তার পর গুড বাই। আমাকে বলেছে লজ্জা থাকলে আর ফোন দিবি না, আমার কিসের লজ্জা বুঝলাম না, তবুও কোনদিন ফোন দেইনি এবং দেবোও না। এর তের দিন পর থেকে আমার মোবাইলে কল দেওয়া শুরু করে, তখন মাঝে মাঝে দিত, রিসিভ করলে কান্নার শব্দ শোনা যেত, আমি কথা বলতাম না আর কোন দিন বলিও নাই। ইদানিং প্রতিদিন চার-পাচবার কল দেয়।
ওর কল আসলে ভয়ে আমার হৃদকম্পন বেড়ে যায় ওর নষ্ট প্রেমে আবার জড়িয়ে জাওয়ার ভয়ে, আগে অভ্যাস ছিলো কেঁদে কেঁদে কিছু বললে সব কিছু মেনে নিতাম ভয় হয় ফোন রিসিভ করলে যদি এই বিদ্যা আবার প্রয়োগ করে। আমি আমার অনেক বন্ধুকে প্রেমের বিয়ে দিয়েছি, অনেকের ভাঙা সংসার জোড়া দিয়েছি কিন্তু নিজের বেলায় কবি নিরব, ও কল না করলে আমি সব ভুলে ভালোই থাকি, কল করলেই জ্বলে ওঠে বিচ্ছেদের আগুন। কি করব কিছুই বুঝছি না। Love Guru' রা হেল্প প্লিজ। দয়া করে সম্পরক টা আবার শুরু করার পরামর্শ কেউ দেবেননা।
কারন চরিত্রহীনের সাথে কখোনই ঘর করা সম্ভব না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।