কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... বিষয়টি লিখার ভাবনা এই থেকে যে, সম্প্রতি সরকার এবং বায়রা সদস্যরা মুখোমুখি অবস্থানে।
আমার মনে এই ভেবে একটি প্রশ্ন উকি দেয় যে, যদি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অর্থনীতি মালয়েশিয়া অথবা আরব আমিরাতের মত হতো। এবং আমাদের ডা: ,নার্স এবং শ্রমিক আমদানি করতে হতো । তখন ও হয়তো বায়রা সদস্যদের বাড়তি টাকা দেয়ার প্রয়োজন হতো।
কেন একজন শ্রমিক তার সর্বস্ব বিক্রি করে জীবনের ঝুকি নিয়ে জীবনকে সংকাটাপন্ন করে খুবই প্রতিকুল পরিবেশে কাজ করতে মধ্যপ্রাচে যাবে তা ও আবার দালালদেরকে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকা ব্যায় করে।
মধ্যপ্রাচে বিমান ভাড়া কত ।
আপনারা কি জানেন বিদেশে শ্রমিকের জন্য কারখার বন্ধ হয়ে যেতে পারে ?
কোনটা জরুরী দালালের ব্যবসা করতে দেবেন, না বিদেশে সস্তায় কলকারখানা চালু করতে দেবেন ? শ্রমিকের জীবনহানির মুখে ঠেলে দেবেন ? বিগত বছরগুলোতে বিদেশে প্রবাসি শ্রমিকের মৃত্যুহার ৩৫০০০/= পয়ত্রিশ হাজারের উপরে।
আমার তো মনে হয়, অনেক লুঠ তরাজ হয়েছে ? এবার একটু থামুন!
আমাদের সরকারী হাসপাতাল গুলোর যে অবস্থা তাতে স্থাস্থ্য সেবা একেবারে দুর্বল। এখন এই খাতে সব জেলা এবং উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিদেশ যেমন মালয়েশিয়া বা ফিলিপাইন অথবা থাইল্যান্ড থেকে ডা: এবং নার্স আমাদানী করুন। কারন আমাদের দেশের স্থাস্থ্য সেবায় ডা: দের নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।