আমাদের কথা খুঁজে নিন

   

একটাই চিন্তা- যাব ক্ষমতায় কামাবো মাল!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। এরশাদের পতন থেকে বাংলাদেশের রাজনীতি দেখলাম। কারো কোন পজিটিভ চিন্তাভাবনা নেই। বিগত ৪ টার্মের সরকারগুলোর মধ্যে ক্ষমতায় থাকার প্রবণতা আর বিরোধীদলগুলোর মধ্যে ক্ষমতায় যাবার প্রবণতা ছাড়া আর কোন কিছু দেখলাম না।

দেশ নিয়ে কেউ ভাবে না। কি করলে দেশ উন্নত হতে পারে তা কোন নেতার ভাবনার মধ্যে নেই। একটাই চিন্তা- যাব ক্ষমতায় কামাবো মাল! এই ভাবে কাটল ৪০ বছর। বাংলাদেশের অনেক মানুষই বাধ্য হয়ে দেশ ছেড়েছে। যারা ছাড়তে পারছেনা তারা হতাশায় ভুগছে।

এখন দেশের কল্যাণের জন্য রাজনীতি করে না। রাজনীতি এখন একটা বড় ধরনের ২ নম্বরী ব্যবসা। গ্রামের টাউট থেকে শহরের রাঘব বোয়াল সবাই এখন টাকা কামানোর ধান্ধায় রাজনীতি করে। দেশ আছে চুপ মেরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.