কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। ফায়ারওয়ার্ক্স আমার খুব প্রিয় বিষয় কিন্তু দূর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এর ব্যাবহার ও পরিচিত সীমিত হওয়ায় দেখার সুযোগ খুব কমই মেলে। যারা ফায়ারওয়ার্কস পছন্দ করেন তাদের জন্য কিছু ছবি শেয়ার করলাম।
ফায়ারওয়ার্ক্স এর জন্মস্থল চীন এর জাতীয় আতশবাজী উৎসবের
একটি ছবি। সিম্পল তারাবাতি হাতে নিয়ে করা।
আবারো চীন, ফায়ারওয়ার্ক্স উৎসবের আরেকটি ছবি। কম্বাইন্ড মাল্টিকালার এরিয়েল শুটার এর লালনীল গল্প।
কখনো কখনো লেন্সের চোখে সাধারন কোন কিছুই হয়ে উঠতে পারে অসাধারন।
হাতের কাছে তারা!
পারফেক্ট মুমেন্ট এর জন্য অনেকের হয়র বসে থাকতে হয় বছরের পর বছর আবার ভাগ্যবানেরা পেয়ে যান খুব দ্রুতই। এরিয়েল শুটার এর বিস্ফোরনের মূহুর্তের ছবি।
ওয়েডিং ফায়ারওয়ার্ক্স
দ্যা পাম ট্রি
নেবুলা
চরকি
পকেটে আরো আছে, ভালো লাগলে পরে আবার দিবো আশা করি।
ছবিগুলো নেয়া হয়েছেঃ ফায়ারওয়ার্ক্স বাংলাদেশ পেইজ থেকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।