সুনামি মানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ব্যাপক প্রাণহাণি। একটি জনবসতি নিশ্চিহ্ন হওয়া। একটা বিশাল ঢেউ সমুদ্র থেকে এসে উপকূলে আছড়ে পড়া। বিশাল ঢেউ এর উচ্চতা 30-100 ফুট হতে পারে।
ঢেউ এর আঘাতে সকল অবকাঠামো ভেঙ্গে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। লক্ষ লক্ষ মানু্ষ জীবজন্তুর সলিল সমাধি হতে পারে। আমাদেরও আছে বিশাল জলরাশি,সমুদ্র;বঙ্গোপসাগর। সুনামি যদি আঘাত হানে ১৫ কোটি মানুষের এই দেশে। দেশের প্রায় ৫ কোটি উপকূলবাসির কি অবস্থা হবে?সুনামির কোন পূর্বাভাস করা অনেক কঠিন।
যেহেতু তা সৃষ্টি হয় কয়েক ইঞ্চি উঁচু ঢেউয়ের আকারে, অশান্ত বিশাল সমুদ্রবক্ষে। মাত্র কয়েক সেকেন্ড সময়ে তা আঁছড়ে পড়ে সমুদ্র উপকূলর্তী এলাকায়। নিমিষেই ঘটে যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ।
সুনামির উৎপত্তি ও তীব্রতা
(ORIGINATION AND INTENSITY OF TSUNAMI)
Depends on couple of factors:সুনামি মানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ব্যাপক প্রাণহাণি।
একটি জনবসতি নিশ্চিহ্ন হওয়া। একটা বিশাল ঢেউ সমুদ্র থেকে এসে উপকূলে আছড়ে পড়া। বিশাল ঢেউ এর উচ্চতা 30-100 ফুট হতে পারে। ঢেউ এর আঘাতে সকল অবকাঠামো ভেঙ্গে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। লক্ষ লক্ষ মানু্ষ জীবজন্তুর সলিল সমাধি হতে পারে।
আমাদেরও আছে বিশাল জলরাশি,সমুদ্র;বঙ্গোপসাগর। সুনামি যদি আঘাত হানে ১৫ কোটি মানুষের এই দেশে। দেশের প্রায় ৫ কোটি উপকূলবাসির কি অবস্থা হবে?সুনামির কোন পূর্বাভাস করা অনেক কঠিন। যেহেতু তা সৃষ্টি হয় কয়েক ইঞ্চি উঁচু ঢেউয়ের আকারে, অশান্ত বিশাল সমুদ্রবক্ষে। মাত্র কয়েক সেকেন্ড সময়ে তা আঁছড়ে পড়ে সমুদ্র উপকূলর্তী এলাকায়।
নিমিষেই ঘটে যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। সুনামির উৎপত্তি ও তীব্রতা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর সুনামি হতে হলে সমুদ্রপৃষ্ঠে ভূমিকম্প হতে হবে অবশ্যই সাবডাকশন এলাকায়;ভূমিকম্প উৎস হবে অগভীর এবং তীব্র মাত্রার >৭.৫ মাত্রার। ভূমিকম্প এর ফলে চ্যুতি সৃষ্টি হয়। চ্যুতি রেখার লম্ব বরাবর তা সঞ্চালিত হয়। সমুদ্রউপকূলের আকার ও প্রকৃতি সুনামি সংঘটন নিয়ন্ত্রন করে।
আমাদের উপকূল এলাকা অগভীর। ফলে ঢেউ ভেঙ্গে য়ায়। শক্তি অপচয় হয়। ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা সম্ভব হয় মাত্র-৭ মিটার। ১৭ জুলাই ,২০০৬এর সুনামিতে Noakhali-Barishal-Chittagong উপকূলের ৫০ কিলোমিটার দূরত্বে ঢেউয়ের উচ্চতা ছিল মাত্র১.৪ মিটার।
বাংলাদেশের ১৮০ কিলোমিটার সুদীর্ঘ কন্টিনেন্টাল শেল্ফ সুনামিকে দূর্বল করে দেয়,এর গতি ও উচ্চতা প্রশমন করে দেয়। তাই বাংলদেশ উপকূল tsunami hazard এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। দুর্যোগপূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃত হলেও সুনামি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারবে না বাংলাদেশে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।