আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ -pirates of the caribbean 4

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।  আপনাকে যদি আমি রিকোয়েস্ট করি আমাকে এমন কয়েকটা সিরিজ সাজেস্ট করুন যা আমি দম আটকে এক বসাতেই দেখে ফেলব ,তবে আমি ডেম সিউর আপনি মুখ বাকিঁয়ে বলবেন ,"Aye, watch pirates of the caribbean." ইয়াপ...ইয়াপ...ই য়াপ...এই বিখ্যাত সিরিজের ফোর্থ ইন্সটলমেন্টকে নিয়েই আমার আয়োজন । আর তাই একটু নড়েচড়ে বসুন । Movie-Pirates of the caribbean on stranger tides প্রথম তিনটি মুভির পর এই পার্টের কাহিনীটি শুরু হয় একটি নতুন চরিত্র ব্ল্যাকবিয়ার্ড ,যিনি একজন ভুডু চর্চাকারী নাবিক ,তার সাথে বারবোসার সংঘাতকে কেন্দ্র করে । এই সংঘাতে ব্ল্যাক পার্ল এবং নিজের পাটাও হারায় বারবোসা ।

ফলে ব্ল্যাকবিয়ার্ডে র উপর প্রতিশোধ নিতে ইংলিশদের সাথে যোগ দেয় যারা স্প্যানিশদের আগেই খোঁজ পেতে চায় fountain of youth এর । তারা সহায়তা চায় জ্যাক স্প্যারোর । জ্যাক পালাতে সক্ষম হয় । কিন্তু এবার সে ধরা পড়ে তার লাভ ইন্টারেস্ট এন্জেলিনার কাছে যে কিনা ব্ল্যাকবিয়ার্ডে র কন্যা । এদিকে জ্যাককে না পেয়ে তার ফার্স্ট মেট গিবসের সাথেই ফাউন্টেনের উদ্দ্যেশ্যে আর ব্ল্যাকবিয়ার্ডে র খোঁজে নামে বারবোসা ।

অন্যদিকে জ্যাককে সাথে নিয়ে ফাউন্টেনের উদ্দেশ্যে যাত্রা করে ব্ল্যাকবিয়ার্ড । কিন্তু জীবন দীর্ঘায়নকারী এই ফাউন্টেনের সন্ধান পাওয়া অত সহজ হবে ভেবেছ বাপু ? না ,মোটেই তা নয় । তবে কি হলো তারপর তা আর বলছিনা । কষ্ট করেই না হয় বাকি কেষ্টটা সংগ্রহ করে নিন । ණ ক্যামেরা পিছনের নায়কেরা প্রথম তিনবারের সফল ডিরেক্টর Gore verbinski কে সরিয়ে ডিরেকশনের দায়িত্বটা দেয়া হয় rob marshall কে ।

আর আগের মতই প্রোডিউসারের পজিশনে ছিলেন Jerry brucheimar. Tim powers এর On stranger tides কে বেইস করে নির্মিত মুভিটি ডিস্ট্রিবিউট করেছে ওয়াল্ট ডিসনে । ১৩৬ মিনিটের মুভিটিকে USAতে রিলিজ দেয়া হয় ২০১১ এর ১৮ মে । ණ সেলুলয়েডে অনবদ্য যারা জনি ডেপকে ছাড়া এই সিরিজ কল্পনাও করা যায় না । আর তাই ৫৫ মিলিয়ন ডলারের বিনিময়ে স্প্যারোকে রুপ দিতে রাজি করা হয় তাকে । তার প্রধান নেমেসিস বারবোসা চরিত্রে আগের মতই ছিলেন জিওফ্রে রাশ ।

নতুন কিন্তু প্রধান দুই চরিত্র এন্জেলিনা এবং ব্ল্যাকবিয়ার্ডক ে রুপায়িত করেছেন পেনেলোপি ক্রুজ এবং ইয়ান ম্যাকশেইন । ණ মুভি সমালোচনা এ অংশটাতে লিখার মত কিছুই নাই । ডিরেকশান ,ইফেক্ট ,একটিং থেকে শুরু করে আগাগোড়া মাস্টারপিস ছিল মুভিটি । দশটা কোম্পানি দিয়ে করানো ইফেক্ট নিয়ে কোন কথা হবে না । আর অভিনয়ে যারা ছিলেন তাদের নাম শুনেই আমার পালাতে মন চাইছে মুভি সমালোচনা পর্ব থেকে ।

ණ রিসেপশন (বক্স অফিস এবং ক্রিটিক্স ) বক্স অফিসের রেকর্ড বুকটা নতুন করে সাজাতে বাধ্য করেছে এই মুভিটি । এক নজর দেখে নেয়া যাক - • 9th highest of all time • 3rd highest of 2011 • 2nd highest of this series • 4th highest of disney • 6th highest worldwide opening • fastest grosser of 5,6 and 7 milion dollar • 8th member of billioniary club • 5th child of disney to be this • fastest disney creation to touch billion হাহ ,টায়ার্ড হয়ে গেছি । একদম বিপরীত চিত্র দেখা যাবে ক্রিটিকাল রিসেপশনে । রোটেন থেকে কেবল ৩৪% ফ্রেশনেস পাওয়া মুভিটি মেটাক্রিটিকে ৪৫ ,আইএমডিবিতে ৬.৬ এবং সিনেমাস্কোরে B+ রেটিং পায় । ধুর !! বাদ দেন তাগো কথা ।

এখন সবার প্রতি অনুরোধ আমারে ধইরা কিলান কেন আমি এই মুভি এত পরে দেখলাম । আর যারা দেখেন নাই কিল খাইতে না চাইলে এখুনি দেখে ফেলেন । হাইইইইলি রিকমেন্ডেড । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.