আমাদের কথা খুঁজে নিন

   

কি চমৎকার দ্যাখা গ্যালো !! (শিরনাম আলপিন থেকে ধার নেয়া)

খ্যালা দ্যাখা ছাড়া টেলিভিশনের সামনে বসা হয়না ইদানিং। বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে আমার বাংলাদেশের কিছু সনামধন্য অ্যাড দ্যাখার সৌভাগ্য হল। একে সৌভাগ্য বলবো না ভয়াবহ অভিজ্ঞতা বলবো তা বুঝে পাচ্ছিনা। ১ বাংলালিঙ্কের অ্যাড এ দেখি একদল পোলাপাইয়া রাস্তা ঘাট, নদী, নালা, খাল বিল, স্টেডিয়াম, ঘর যেইখানেই যায় অদ্ভুত এক গানের সাথে হাত পা ছোড়াছুড়ি কইরা খ্যামটা নাচ দ্যায়। বহু চিন্তা করেও আমি এই অ্যাডের কোন মুল্ভাব/সারাংশ/উদ্দেশ্য/দর্শন কিছুই খুইজা পাইলাম না।

তারা আসলে কি চায়? আমরাও তাদের মত খ্যামটা নাচ নাচি এইটা চায়? আমার ছোট ঘটে এই অ্যাডের কোনভাবার্থ ধরিতে পারিনাই, আমার বন্ধু লিস্টে যদি কোন জ্ঞানী বুদ্ধিমান মানুষ থাকেন, দয়া করে এই অ্যাডের সারমর্ম আমারে বুঝাইয়া দিবেন। ২ রবির অ্যাডে দেখলাম তারা পঞ্চাশ হাজার টাকার লাইফ ইন্সুরেন্সে এক পোলারে পড়াইয়া ডাক্তার বানাইয়া দিল। এটা তারা যে কোন সালের মুদ্রা মানের কথা বলেছে তা আমি ধরতে পারলাম না, তবে আনন্দিত হয়েছিলাম এটা ভেবে যে বিজ্ঞাপনে হলেও আমরা পঞ্চাশহাজার টাকায় ডাক্তারী পড়তে পারি। ৩ বিকাশের অ্যাডে দেখলাম একি ব্যক্তিকে অপর ব্যক্তি একবার 'তুই' আর একবার 'তুমি' বলে সম্বোধন করছে। ভাষার ঘোরতর প্যাচে পড়ে গ্যালাম, বাংলা ভাষার তিন রকমের সম্বোধন কি এখন একই হইয়া গ্যালো নাকি? ৪ গ্রামীনের অ্যাড তো রীতিমত ভয়ের কারন হয়ে দাড়াইছে, এক অ্যাডে বলছে - 'কথা না বলে যাবেন কোথায়?' ভয়াবহ ব্যাপার, আমি কথা না কইলেও এরা আমারে দিয়া কথা বলাইয়াই ছাড়বে দেখি!!! এমন অবস্থা যে, পারে তো আমার মরহুম নানারে কবর থাইকা তুইলা কথা বলাইবো।

আহ, বেচারা নানা!! ৫ এ দেশে এনার্জি ড্রিঙ্কের জোয়ারে নতুন এক এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপন দেখলাম তার নাম 'স্টিং' , অসাধারন এক অ্যাড, দ্যাখার পরে মনে হইলো এক ড্রাম স্ট্রিং এনার্জি ড্রিঙ্কের মইধ্যে কল্লা ডা চুবাইয়া মইরা যাই। ৬ টাইগার এনার্জি ড্রিং আমাদের শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু বাই এর মডেল, এ ব্যাপার নিয়া কথা আর বেশি না বলি, শুধু একটা দ্রিশ্য ভয়াবহ অস্বস্তিতে ফেলেছে তা হচ্ছে এই অ্যাডের এক জায়গায় দ্যাখায় বোলারের দুই পায়ের ফাক দিয়া একটা আগুন জ্বলা ক্রিকেট বল বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে, ভয়াবহ দৃশ্য এবং স্থান। বাংলাদেশে বেশ ভালো কিছু অ্যাড ফিল্ম মেকার আছেন, নতুন কজন আরো আসবেন, কিন্তু তারপরেও অ্যাড ফিল্মের এই ভয়াবহতা আমাকে রীতিমত ভীত করে তুলেছে। বানিজ্যিকিকরন কে পুঁজিপতি ও সুশীল সমাজ শিল্প হিসেবে দাবি করে, বা প্রতিষ্ঠা করার চেস্টা করে, তা বাবা ইহা যদি শিল্পই হয় তবে তা শিল্পের মত করেই করা উচিত, অনথ্যা ইহাকে শিল্প আখ্যায়িত করে শিল্পের তুলাধুনা করার অধিকার তাদের নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।