কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ তিনমাসব্যপি ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং
৫টি চলচ্চিত্রের প্রদর্শনী
চলচ্চিত্র-সংস্কৃতিতে চলচ্চিত্রপাঠের গুরুত্ব সর্বাধিক। কিন্তু চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজন আমাদের চলচ্চিত্র-সংস্কৃতিতে বিদ্যমান নয়। চলচ্চিত্রপাঠের বিষয়ে আমাদের সম্মিলিত প্রয়াসও জোরদার নয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ২০১১ সালের পর আবার তিনমাসব্যাপি চলচ্চিত্র পাঠচক্রের আয়োজন করেছে।
আগামীকাল ১৪ জুন, শুক্রবার, বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘চলচ্চিত্র পাঠচক্র ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, মানজারেহাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নিমার্ণ কর্মশালা ২০১২’ এর প্রযোজনায় ৭ জন তরুণ চলচ্চিত্র নির্মাতার নির্মিত ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সাম্প্রতিক শাহবাগ আন্দোলন নিয়ে নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলালের নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘বাংলাদেশের হৃদয়’ প্রদর্শিত হবে।
চলচ্চিত্র পাঠচক্রের উদ্বোধনী অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীতে সকলের জন্য উন্মক্ত থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।