আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী দালাই লামা হতে পারেন নারী

তিব্বতের পরবর্তী আধ্যাত্মিক নেতা বা দালাই লামা হিসেবে একজন নারীকে দেখা যেতে পারে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে তিব্বতের বর্তমান আধ্যাত্মিক নেতা এ মন্তব্য করেছেন।
১০ দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন দালাই লামা। সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি পরিস্থিতি এমন হয় যে, একজন নারী দালাই লামা বেশি কাজ দেবে, তাহলে আপনা-আপনি একজন নারী দালাই লামা হবেন।’
দালাই লামা বলেন, নারীরা অন্যের ভালো-মন্দের ব্যাপারে অধিক সংবেদনশীল। এ প্রসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, তাঁর বাবা অল্পেই রেগে যেতেন, কিন্তু মা ছিলেন সহানুভূতিশীল।
সম্প্রতি লৈঙ্গিক বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের একটি মন্তব্য দেশটির রাজনীতিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গিলার্ড বলেছেন, রক্ষণশীলেরা ক্ষমতায় এলে নারীকে কোণঠাসা করে ফেলবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।