আমাদের কথা খুঁজে নিন

   

কা-কা আর নেই। আছে?? উওর দিন তাহলে ।

কাক ডাকা ভোরে তারা উঠে গিয়ে দেখে নদীর তীরে নৌকা বাঁধা কিন্তু একি নৌকার বৈঠা তো নেই! এখন কি হবে ।নিরবতার মাঝে সবাই বৈঠা খুঁজতে থাকে।আর মনে বাড়তে থাকে ভয়,সেই ভয়ংকর চিত্র।হঠাত্‍ উপর দিয়ে উড়ে যায় একটি কালো রাক্ষস ।বিকট কা-কা শব্দে সবাই কাকটার দিকে চমকে উঠে তাকায় । উপরের কয়েকটি লাইন দেয়া হয়েছে পূর্বের বাংলাদেশের কাকের অবস্থান বোঝাতে। বলা হয়েছে কাক ডাকা ভোরের কথা।পাঠকেরা লক্ষ করুন এখন কি আপনারা সকালে কাকের ডাক শুনতে পারেন। কাকের সেই কা-কা ডাক কি এখনও আপনার কাছে পৌঁছায়? আমার প্রশ্ন একটাই বাংলাদেশের এত কাক গেল কই?????


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।