জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
বিন্দু কাকা বৃদ্ধ কালে
সিন্ধু লয়ে খেলছে খেলা,
হিসাব তাহার নড়বড়ে যে
কষতে গেলে বুঝছে ঠ্যালা।
ভোরে বলে, আমার আমি
বিকেল বেলায় রয় না তাতে;
বন্দুকেরই গুলি গুণে
তেঁতুল মোল্লার বদদোয়াতে।
ফাঁটা বাঁশের চিপায় পড়ে
বিন্দু কাকার প্রান যে সারা;
সামনে দেখে চপলা রাই,
পিছে দেখে অন্ধ কারা।
বিন্দু কাকা বড়োই বাঁকা,
তেলেসমাতির বোল বলেন;
মাঝে মাঝে হারিয়ে গিয়ে
সভার মাঝে হাই তোলেন।
আগে পিছে সংখ্যা দিলে
বিন্দুখানি হয় দামী,
তাই বুঝি এই বিন্দু কাকা
করছে শুধু ফাইজলামি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।