আমাদের কথা খুঁজে নিন

   

অপিস জুক্স...!!

ব্লগিং হোক আগামীর... (মাইক্রোব্লগ) আমাদের বস ভালো সুযোগ সুবিধা পাইয়া অন্য একটা প্রতিষ্ঠানে চইলা যাচ্ছেন। আমাদের কারোই ইচ্ছা নাই ওনাকে বিদায় দেওয়ার। ওনাকে আটকানোর একটা শেষ চেষ্টা নিলাম সেইদিন। নতুন প্রতিষ্টানে জয়েন করার আগে, মেডিকেল টেস্ট করে জমা দিতে হয়। রক্ত পরীক্ষা থাকে, HIV সহ।

তো ওনার এইচআইভি টেস্টের রেজাল্ট সংগ্রহ করে নিয়া আসলো পিয়ন। উনি ছিলেন না তাই জিনিসটা আমাদের হাতেই পরলো। রেজাল্ট নেগেটিভ। একজনের মাথায় আসলো বিটলা বুদ্ধি !! কম্পিউটার প্রিন্ট নিয়া আলাদা একটা কাগজে লেখলাম Positive, ওনার Negative এর জায়গায় লাগাইলাম টেপ দিয়া, আলগা কইরা। তারপর পুরাটাকে ফটোকপি কইরা সুন্দর কইরা ভাঁজ দিয়া খামে ভইরা ওনার টেবিলে রাখলাম।

খুব খেয়াল কইরা না দেখলে কেউ বুঝবোনা আসল ঘটনা। উনি আসলেন, খাম খুললেন। ভ্রুটা প্রচন্ড কুচকে, চশমাটা উপরে তুলে, মনোযোগ দিয়ে বারবার দেখতে লাগলেন। হঠাৎ বুঝতে পেরে হো হো করে হাসি। হাসতে হাসতেই জানতে চাইলেন, এই বান্দ্রামীটা কার? ফটোকপিতে লেটার হেডটা রঙীন আসে নাই।

কালার ফটোকপি হইলে ধরতে পারতো না, ইসসস। আপসুস, এইরকম বান্দ্রামী করার সুযোগ হয়তো আর পাবো না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।