আমাদের কথা খুঁজে নিন

   

ছাইয়া আইডি দিয়ে প্রতারনার মাধ্যমে,সাধারণ মানুষের ভারত বিরোধীতা কে কাজে লাগচ্ছে জামাত শিবির

প্রথমে দেখুন কিভাবে ছাইয়া আইডির মাধ্যমে একটি বিশাল ছাগু গ্রুপ তৈরী হয় ১। প্রথমে এক বা একাধিক ছাইয়া নিক তৈরী ,সাথে সুন্দর কিছু ছবি থাকতে হবে । ২। সেই ছাইয়া নিক থেকে “hi friends ,wassup” , “শরীর ভালো নেই” ইত্যাদি লুতু পুতু টাইপ স্ট্যাটাস দিতে হবে। ৩।

এইসব স্ট্যাটাসে ছাগুরা এবং সাথে কিছু আবালরা ধুমাইয়া লাইক এবং কমেন্ট দেবে। কিছুদিনের মধ্যেই ফ্রেন্ড সংখ্যা হাজার খানেক হয়ে যাবে। ৪। হঠাৎ একদিন স্ট্যাটাস দিতে হবে “দেখেছো বন্ধুরা এই সরকার কি শুরু করছে” ৫। তারপরেই একটি গ্রুপ বা পেজ খুলতে হবে ৬।

ছাইয়া নিক গুলো দিয়ে সবাইকে ইনভাইট করতে হবে । ৭। ছাগুরা এবং ভোদাইরা সেইসব আহবান না করতে পারবে না , ইতিমধ্যে ছাগুরা তাদের ১৫-২০ টা ফেক আইডি নিয়া সেই পেজে যোগদান করবে । ৮। এভাবে কতিপয় ছাইয়ার মাধ্যমে একটি বিশাল সদস্যের পেজ বা গ্রুপ তৈরী হয় ।

৯। তারপর সেই পেজগুলো থেকে নিয়মিত ছাগুগিরি পরিচালনা করা হয়। এবার উদাহরনঃ ফেসবুকে একটা গ্রুপ দেখলাম “ভারতীয় দালাল নির্মূল কমিটি ” । ভারতের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করতে গিয়ে সেই গ্রুপে জয়েন করতে গেলাম । ঐ গ্রুপে গিয়ে দেখি , গোলাম আজমের মুক্তির দাবীতে হরতাল সমর্থন জানিয়ে বেশ কিছু ছবি , তখন আর বুঝতে দেরী হলোনা ,গ্রুপের উদ্দেশ্য কি ।

এরপরে ঐ গ্রুপের মেম্বার সেকশনে চোখ বুলালাল ,গিয়ে দেখি বেশীরভাগ মেম্বারই একজন সদস্য দ্বারা আমন্ত্রিত আর সেই সদস্যের নাম “Trisha Alam ”. সেই ললনার প্রোফাইল পিক গুলো ঘাটতে গিয়ে পুরা টাস্কি খাইয়া গেলাম , ওমা ভারতের বিরুদ্ধে গ্রপে থাকে অথচ নিজেই ভারতীয় নায়িকাগো মত স্টাইল । (ছবির কমেন্টগুলা পড়তে ভুইলেন না , হেব্বী মজার) পরে সেই ললনার ছবিগুলা গুগলে সার্চ মারলাম , সার্চ মাইরা যা পাইলাম আপনেরা নিচে দেখেন শ্লার ছাগলের বাচ্চারা এখনো ফাকিস্তান প্রেম যায়নি , দেশে কি মাইয়ার অভাব ছিলো , যে একখান ফাকিস্তানী মাইয়ার ছবি দিয়া ছাইয়া আইডি খুলতে হইবো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।