আমাদের কথা খুঁজে নিন

   

মোরা ছাইয়া মো'সে বলেনা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
মনে ধরেছিল সেই কমা'স আগেই যখন ভিডিও চিত্র দেখতাম রোজ স্যাটেলাইট চ্যানেলর সুবাদ গানটির। আজ হঠাৎ পরপর দুবার শুনলাম দুটো চ্যানেলে দুজনার মুখে। হঠাৎ আবেগে ঝর্ণার ধারা প্রবাহিত হলো চটুল বেগে.... আর সে আবেগে ভুলে গেলাম শিল্পীর নাম।তবুও নেটে সার্চ দিলে পাব বিশ্বাস ছিল দৃঢ়। পেলামও তাই. দুতিনবার গানের মূল কলিটি লিখতেই , গানটি পাকিস্তানী গজল শিল্পী আমানত আলির গাওয়া একটি গজল মূলত। আজ একটি বিশেষ দিন কোন বিশেষ সূক্ষ্ম কারনে ....হয়তো তাই এই বেদনার সূর লোহরিত গজল টি বেশি ভাল লাগছে ... ভাল লাগছে হৃদয়তন্ত্রীতে ভিন্ন মাত্রায় --------------------------------------- সাওয়ান বিতো যায়ে পে হারওয়া মান মেরা ঘাবরায়ে অ্যায়সো গায়ে পারদেস পিয়া তুম চ্যায়েন হামে নেহি আয়ে। মোরা ছাইয়া মো'সে বলেনা ম্যায় লাখ যাতান কার হার রেহি লাখ যাতান কার হার রেহি মোরা ছাইয়া মো'সে বোলে না। তু যো নেহি তো অ্যায়সে পিয়া হাম য্যায়সে সুনা আঙ্গনা ন্যায়ন তেহারি রাহা নিহারে ন্যায়নান কো তারসা'ও না। মোরা ছাইয়া মো'সে বলেনা ম্যায় লাখ যাতান কার হার রেহি লাখ যাতান কার হার রেহি মোরা ছাইয়া মো'সে বোলে না। গানটির ডাউনলোড করার লিংক /মনের অপার্থিব প্রেমোপাদানের সুপ্ত আগ্নেয়গিরিতে হারিয়েছি যার প্রেমের সাড়া আপাত পার্থিবের কষ্টসুখে, সেই তার জন্য এই মনোমুগ্ধ গানটি উপহার /
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।