আমি একা নই......আরও অনেকে আমার সাথে । ভার্চুয়াল লাইফে খুব বেশি দিনের অভিজ্ঞতা নেই আমার। তবে খুব যে অভিজ্ঞতা বিহীন অবস্থায় রয়েছি সেটা ও বলছি না। আমার ভার্চুয়াল জীবন শুরু হয়েছে বিডি নিউজ ব্লগের মাধ্যমে। সেখানকার ব্লগিং পরিবেশ যথেষ্ঠ পরিমাণ ভাল লাগে।
যদিও আমি এখন আর বিডি ব্লগে নিয়মিত না। তারপর ও বিডি ব্লগ নিয়ে আমি গর্বিত। এই বিষয়ে এইখানে অনেকে দ্বিমত প্রকাশ করতে পারেন, তাতে সন্দেহ নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বিডি ব্লগে ব্লগিং করার মত যোগ্যতা অনেকের নেই। কেন না বিডি ব্লগে ব্যাক্তি আক্রমণ কে প্রতিহত করা হয়। বা ব্যাক্তি আক্রমণ করে মন্তব্য কে উত্সাহিত করা হয়না মোটেই।
বিডি ব্লগ কোন পন্থী সেই হিসেবের কাছে যেতে চাইলে আমি মনে করি আপনাকে একবার বিডি ব্লগ ভিজিট করতে হবে।
যাই হক, যে কারণে এই পোস্ট লিখছি, সামু তে এসেছি খুব বেশি দিন হয়নি, এইখানেও ব্লগিং করা অনেকটা সৌভাগ্যের মত বলা যায়, কেন না দীর্ঘদিন অপেক্ষার পর সময় ও সুযোগ আসে প্রথম পাতায় পোস্ট ও মন্তব্য করার। যা নি:সন্দেহে একটি ধৈর্য ময় সফর। আমি খেয়াল করেছি এইখানে কিছু ব্লগার নিজের মতের সাথে মতের অমিল কোনও পোস্ট দেখলে সেটা নিয়ে যৌক্তিক আলোচনা না করে খুব সহজে ব্যাক্তিগত আক্রমণ করে মন্তব্য করে। যা একজন পোস্ট প্রদান কারীর জন্য হতাশার বিষয়।
আমার ধারনা মতে একজন লেখক যখন একটি পোস্ট লিখে সে খুব আশাপ্রকাশ করে লিখে যে এই পোস্টের বিষয়ে সকলে একমত হবে না, এটা নিয়ে যৌক্তিক গঠন মূলক আলোচনা হবে তারপর আরও বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ আলোচ্য বিষয় বেরিয়ে আসতে পারে। খেয়াল করলে দেখা যায় আসলে তা আর হয়ে উঠে না। যা হয় তা হল অযৌক্তিক ব্যাক্তিগত আক্রমণ যা ভাল একজন ব্লগারের উত্শাহে ভাটা পরে যায়। পরবর্তী সময়ে সে উত্সাহ হারিয়ে ফেলে এবং নিজেকে অন্যভাবে তৈরি করে। যার ফলে ব্লগিং এর পরিবেশ উতপ্ত হয়ে উঠতে সহায়তা করে।
জানতে চাই এই ধরনের ব্লগ্ন করে লাভ কী ?
আমি মোটেই বলছি না, ব্লগটিম যাকে আমরা মডু বলে থাকি তারা সকল দোষ গুণের উর্ধে, হা তারা ও ভুল করে থাকে ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, কিন্তু তারা যখন আক্রমণের স্বীকার হয় তখন একজন ব্লগার হিসেবে আমার খুব ব্যাথা লাগে। বলি এই কী আমাদের শিক্ষা, এই আমাদের ব্লগিং, এই আমাদের সমাজ পরিবর্তনের অঙ্গীকার ?
ব্লগিং হলো একটি মুক্ত চিন্তা প্রকাশ করার উম্মুক্ত স্থান যেখানে সকলের অধিকার সমান। বিশ্বাস করি সবাই সবার মতামত প্রকাশ করতে পারবে নিশ্চিন্তে, কিন্তু হায়..কিছু নামধারী ব্লগারের ব্লগিং বা মন্তব্য দেখলে মনে হয় তারা আমেরিকা জয় করে এসেছে, অথচ নিজের যোগ্যতা শূন্যের কোঠায়, ভাল করে নিজের অভিজ্ঞতা দিয়ে একটি লাইন ও লিখতে পারে না, পারে শুধু গালাগালি করে কথা বলতে। সত্য খুব লপজা জনক হয়ে যাচ্ছে দিন কে দিন ব্লগিং পরিবেশ।
ব্লগে আমার পরিচয় কী সেটা মোটামোটি কম বেশি সবাই জানেন, আমি বলছি না আমার মতের সাথে আপনাদের মতের মিল হবে সবসময়, আমি বলছি না আমি একটা লেখা লিখলাম আর আপনারা সবাই হাতে গ্লাব্স লাগিয়ে সবাই তালি দিবেন, আমি বলছি না আমার একটা লেখা পরে আপনারা সবাই বলবেন এইতো বেশ লিখলেন, আমার মনের কথা লিখেছেন, এন টেন আগেরা-বাগেরা।
কিন্তু বাস্তবতা হলো আমরা কেন সেই কাজ টি করি না যা আমাদের করার দরকার ? যেমন একটা পোস্ট হলো সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে, আমি মনে করছি পোস্ট টি আমার পড়ার দরকার, ঠিক আছে পোস্ট টি আমি পড়লাম। পোস্ট টি পরে মনে হলো এই পোস্টের বিষয় বস্তু আমার মতের সাথে অমিল, এখন যদি মনে হয় যে এইখানে আমার মন্তব্য করতে হবে, তাহলে আমি এই বিষয়ে যা জানি ঠিক সে রকম কিছু লিখে মন্তব্য করতে পারি, আর যদি মনে হয় যে না আমি এই পোস্টের বিষয়ে তেমন ভাল করে জানি না তাহলে কী দরকার আমার মন্তব্য করার ?
এতে করে হয় কী পোস্ট দাতার যোগ্যতার চেয়ে আমাদের মন্তব্য কারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আসলে কী এই পোস্টে আমাদের মন্তব্য করার যোগ্যতা রয়েছে ?
ধন্যবাদ সবাই কে। হ্যাপি ব্লগিং।
@সুলতান মির্জা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।