আমাদের কথা খুঁজে নিন

   

হযরত মুহাম্মদ (সঃ) কে ব্যাঙ্গ করে নির্মিত বিতর্কিত ছবির অভিনেত্রীর মামলা

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে নির্মিত জঘন্য ও বিতর্কিত ছবির অভিনেত্রী CINDY LEE GARCIA মামলা করলেন পরিচালকের বিরুদ্ধে। ছবিটি ইউটিউব থেকে সরিয়ে না নেওয়া হলে স্বত্বাধিকারী গুগলের বিরুদ্ধেও মামলা করছেন তিনি। বিবৃতিতে তাঁর উকিল উল্লেখ করেন, ছবিটি করতে জামিনে থাকা ছদ্মবেশী পরিচালক NAKOULA BASSELEY NAKOULA প্রতারণার আশ্রয় নিয়েছেন। তাঁদের বলা হয়েছিল মরুভূমির এক অভিযান কে কেন্দ্র করে “মরুভূমি যোদ্ধারা” নামে নির্মিত হচ্ছে ছবিটি। তাছাড়া হযরত মুহাম্মদ (সঃ) ‘এর ব্যঙ্গাত্মক চরিত্রে যে অভিনেতা অভিনয় করছিলেন তার নাম দেওয়া হয়েছিল জর্জ; অন্তত শুটিঙের সময় তাঁরা সেই নামেই তাঁকে ডেকেছেন।

পরবর্তীতে অভিনেতা-অভিনেত্রীদের না জানিয়ে ডাবিং করে অনেক সংলাপ, এবং মূল চরিত্রগুলোর নাম পরিবর্তন করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। হত্যার হুমকি তো পাচ্ছেনই, অভিনেত্রী তার নাতি-নাতনি’দের সাথে পর্যন্ত দেখা করতে পারছেন না এই ছবির ফলশ্রুতিতে। অন্যন্য অভিনেত্রীরাও, ANNA GURJI, Lily Dionne সহমত জ্ঞাপন করেছেন এবং তারাও প্রতিধ্বনিত করেন যে অডিশনের সময় শঠ পরিচালক তাঁদের মিথ্যে বলেছিলেন এবং ডাবিং করে তাদের সংলাপের আমূল পরিবর্তন করেন। সূত্র: Click This Link যা করার তাড়াতাড়ি করেন। ইউটিউব বন্ধ হওয়ার পর থেইকা খাবি খাইতেছি! হয় মামলা কইরা লটকাইয়া দেন; দেখুম না যখন কেউ’ই দেখুম না।

আর যদি তা না পারেন, ছাইড়া দেন, দেখি। কি এক ফালতু, তৃতীয় শ্রেণীর ফাটকাবাজির ছবি বানাইল কোন হারামজাদা বেসিলিস্ক না বাসাইল, ভুক্তেসি আমরা, সাধারণ খেটে খাওয়া মানুষ। সারা দিন খাইটা মরি, অথচ দুমুঠো খেলার ভিডিও জোটে না! কালকা রাত্রে বার্সেলোনার খেলা দেখতে পারি নাই সকালে মড়ার অফিস আছে দেইখা! এখন হাজারো অনুসন্ধান কইরাও একখানা যুতসই সাইট খুঁইজা পাইলাম না যে আয়েশে গোলগুলা দেখুম। পরশুর রিয়েল-ম্যানচেস্টার সিটির মধ্যকার শ্বাসরুদ্ধর ম্যাচের গোলগুলা না দেখতে পাইরা শ্বাসরোধ হইয়া মারা যাইতেছি। এ অন্যায়, এ অন্যায়! সহ্য করবোনা আল্লায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.