আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক : হাসবেন না কাঁদবেন সিদ্ধান্ত নেওয়া কঠিন

অরুণালোক নাসির উদ্দিন হোজ্জা নাসির উদ্দিন হোজ্জাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। কেউ তাঁকে চেনেন মোল্লা নাসির উদ্দিন হিসেবে, কেউ হোজ্জা নাসির উদ্দিন। তিনি একাধারে ছিলেন দার্শনিক, পর্যটক এবং একজন বিচক্ষণ ব্যক্তিত্ব। হাস্য কৌতুকেও তিনি ছোট বড় সবাইকে মাতিয়ে রাখতে পারতেন। তাঁর হাস্য কৌতুকের মধ্যে রয়ে গেছে শিক্ষণীয় অনেক কিছু।

সামহয়ার ইন ব্লগের বন্ধুদের দরবারে নাসির উদ্দিন হোজ্জার কিছু হাস্য কৌতুক পরিবেশন করা হলো। রেসিপি তো আমার কাছে একদিন হোজ্জা বাজার থেকে কলিজা কিনে বাসায় যাচ্ছিলেন। এদিকে তাঁর এক বন্ধু তাঁকে কলিজার পাই বানানোর রেসিপি দিয়েছিলেন, যাতে বাসায় গিয়ে কলিজার পাই রান্না করতে পারেন। কিন্তু হঠাৎ একটি বাজপাখি উড়ে এসে কলিজা ছিনিয়ে নিয়ে একেবারে নাগালের বাইরে উড়ে চলে গেল। বোকা কোথাকার! চেঁচিয়ে হোজ্জা বললেন, কলিজা নিয়ে গেছ ঠিক আছে, কিন্তু প্রস্তুত প্রণালী (রেসিপি) তো আমার কাছে! কে শুভ ! রাজার মেজাজ খারাপ।

রাজপ্রাসাদ থেকে বেরিয়ে শিকারে যাওয়ার পথে হোজ্জা সামনে পড়ে গেলেন। শিকারে যাওয়ার পথে হোজ্জার সামনে পড়ে যাওয়াটা আমার ভাগ্যের জন্য খারাপ, প্রহরীদের রাগত গলায় বললেন রাজা। আমার দিকে ওকে তাকাতে দিও না- চাবুকপেটা করে ওকে পথ থেকে সরিয়ে দাও। প্রহরীরা তা-ই করল। শিকার কিন্তু ভালোই হলো।

রাজা হোজ্জাকে ডেকে পাঠালেন। আমি সত্যি দুঃখিত, হোজ্জা। ভেবেছিলাম তুমি অশুভ। কিন্তু তুমি তা নও। আপনি ভেবেছিলেন আমি অশুভ! হোজ্জা বললেন।

আপনি আমাকে দেখার পর ভালো শিকার করেছেন। আর আমি আপনাকে দেখে চাবুকপেটা খেয়েছি। কে যে কার অশুভ, বুঝলাম না। ওরই বেশি দরকার নাসির উদ্দিন একবার খোলা কূয়ার পাশে বসে গোছল করছিলেন। পাশে রাখা সাবানদানিতে নতুন সাবান রয়েছে।

হোজ্জা ভাবছিলেন, আজ ভাল করে সাবান মেখে গোছল করবেন। এই মনে করে তিনি সাবানটা হাতে নিতে গেলেন কিন্তু তার আগেই একটি কাক এসে সাবানটি নিয়ে উড়ে চলে গেলো। নাসির উদ্দিন হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থেকে চিন্তা করলেন। তারপর তাঁর মুখ হাসিতে ভরে উঠলো। এক প্রতিবেশি তা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার মোল্লা সাহেব, সাবান কাকে নিয়ে যাবার পরও আপনি হাসছেন কেন? নাসির উদ্দিন অম্লান বদনে উত্তর দিলেন- দেখুন, কাকটা আমার চেয়েও কালো কুৎসিত।

আমার মনে হয় সাবানটা আমার চেয়ে ওরই বেশি দরকার । গ্রন্থনায় : তৈয়ব খান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।