জীবন চলছে, তার মত চলতেই থাকবে। আমি আছি, তুমি আছ। যার যার আসল কাজ ভালভাবে করে যাই.। । মোবাইল ব্যাংকিং!!
আমি সবসময় নতুন কোন সার্ভিস এলে সেটা পরখ করে দেখার চেষ্টা করি।
সেটা নতুন মোবাইল সেট হোক কি অন্য কিছু।
আর তাই! বিকাশ আর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আসার সাথেই হিসাব খুললাম। প্রথম দিকে টাকা পাঠাতে অথবা উঠাতে কোন সমস্যা হতো না।
মনে হল আলাদা করে ব্যাংক হিসাব খুলব না। প্রথাবিরোধী হয়ে নতুন ডিজিটাল প্রথা বেছে নিলাম।
কিন্তু.। .। .। .।
সুখ আর সহ্য হল না বিধির।
অন্যের নেটওয়ার্ক ধার করে চলার কারণে এখন কাস্টমার বেশির ফলে প্রয়োজনে টাকা তুলতে পারিনা।
কি যে পেইন লাগে।
আর একটা স্টেপ হয় তো , পরের টা হয় না।
আবার এজেন্টরাও এখন ৫-১০ টাকা এক্সট্রা রাখে।
।
।
ভাবছি, আবার প্রথামুখি হওয়া লাগবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।