আমাদের কথা খুঁজে নিন

   

বনরানীর ভালবাসা /Written by Tania Hasan Khan

তুমি আছ তাই কুসুম কানন ফুলে ফুলে ঘেরা তুমি আছ তাই সেথায় পেলাম বেঁচে থাকার ত্বরা। যুগল পাখি ভালবাসে তোমায় মনে করে তোমায় নিয়ে গান বেঁধেছে সূর মিলিয়ে দূরে। থাক যখন আশে পাশে হলেম বনরানী জড়াই মালা এলো চুলে জলপদ্মখানি। আগমনের খবর পেলাম তোমারই সুঘ্রানে বন্ধ চোখে তাকাই আমি যোজনে যোজনে। হারাও যখন বনরাজি বিবর্ণ হয় পুরে বাজ পাখিটা খবর জানায় সারা গগন জুড়ে।

আমিও হারাই তারুণ্যতা একাকী প্রহরে মনে মনে ডাকি তোমায় আসবে জানি ফিরে। মন মিশেছে মেঘের সাথে চমক দিয়ে ডেঁকে শুনতে কি পাও প্রিয় তুমি কভু আঁড়াল থেকে? আসলে ফিরে তখন তুমি তোমার প্রাণের কাছে বনরানী ছাড়া তোমার সবই জেন মিছে। একই পথে তুমি আমি পথেই যাব মিশে রইবে পরে প্রেমের কাহন দু:খ বল কিসে। তুমি আছ ঐ যে আকাশ রংধণুতে সাজে তুমি আছ স্বপ্ন বুনি মেঘের ভাঁজে ভাঁজে। ঝুম বৃষ্টি ছন্দ তোলে ঝুমকো জবা হাসে ওরাও জানে বনরানী তোমায় ভালবাসে।

তানিয়া হাসান খান সময়: সন্ধ্যে ৬:৩০ মি. তারিখ: ১৯। ৯। ১২ ইং  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।