আমাদের কথা খুঁজে নিন

   

বনরানীর উপহার ( আজ বনরাজার জন্মদিন)

যখন তোমার জন্ম হল... তখন আমি ছিলেম কোথায়? ভাগ্য মোদের জুড়ে দিল.... জন্ম নিলাম আমিও হেথায়। তোমার বাঁকা পাঁজর দিয়ে শুরু হল আমার বুনন..... স্বভাব বাঁকা বল তুমি করব আমি কি আর এখন। আচ্ছা এখন থাক সে কথা... ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙয়ের মাথা । জন্মদিনের স্নিগ্ধ ক্ষণে...... তোমায় দিলেম নকশি কাঁথা। আকাশের সব তারা আমি মুঠো ভরে তোমায় দিলেম।

পৃথিবীর সব কষ্ট গুলো.... আমার জন্য রেখে নিলেম। বনরাজার জন্মদিন আজ, দিকে দিকে আনন্দ সাজ। বনরাজার নিমন্ত্রণে এল কতজন, মণি-মুক্তো আর কত উপঢৌকন। বনরাণীর মন উচাটন, শত উপহারের ভীরে, তার উপহার পাবে কি আর? বিশেষ কোন মান! বনরাণী মনে মনে বলে, ভাল থেকো জীবন ভরে। দেখে নিও সময় হলে, উপহার যা তোমার তরে।

তানিয়া হাসান খান সময়: সন্ধ্যা ৭:০৮ মি. তারিখ: ২৩/১/১৩ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।