আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনে বিরক্তি কর,অবানঞ্ছিত কল/ হুমকি।মোবাইল কোম্পানি গুলোর কল ব্লকের রমরমা ব্যবসা!

আমি এক জন মানুষ হতে চায়! রাত ২ টা , আনিস সাহেব সারা দিনের অমানুষিক পরিশ্রমের পরে গভীর ঘুমে অচেতন।হঠাৎ মোবাইল ফোনের রিং এ ধরমার করে উঠে ফোন ধরতেই ওপাশ থেকে অকথ্য ভাষায় গালাগালি এবং বোনাস হিসাবে মেরে ফেলার হুমকি পেলেন! ফোন এর লাইন কেটে গেল। আনিস সাহেব খানিক চুপচাপ বসে থাকলেন বেকুবের মতো, বাকি সময় টা কাটলো নির্রঘুম! ভেবে পেলেন না কিছুই! এরকম ঘটনার ভুক্ত ভোগী প্রায় সবাই। মোবাইল ফোনে কারনে /অকারনে হুমকি/উৎপাত আজ প্রায় নিয়মিত ঘটনা। কিন্তু মজার কথা হলো আজ পর্য্ন্ত অভিযোগের পরও সিম বন্ধ হয়েছে এমন কথা শোনা যায় না। বরং এটা নিয়ে মোবাইল কোম্পানি গুলো করছে "কল ব্লকের" রমরমা অনৈতিক ব্যবসা। এরা যদি unregistered sim বিক্রি না করতো, সুস্পষ্ট অভিযোগের পর উৎপাত কারীর সিম স্থায়ি ভাবে বন্ধ করে আইন প্রয়োগ কারী সংস্থার কাছে উৎপাতকারীর বিবরন সরবরাহ করতো তা হলেও এই ধরনের অপরাধ অনেক কমে যেত।বিকৃত মানসিকতার মানুষ গুলো একটু হলেও শাস্তি পেত। মানুষের ভোগান্তি নিয়ে ব্যবসা করার মানসিকতা কবে যাবে কে জানে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.