আমাদের কথা খুঁজে নিন

   

ফিরোজা বেগম - রবীন্দ্র সঙ্গীত - আজি বিজন ঘরে নিশীথরাতে

মরণ আমার ভালো লাগে নজরুল গীতিধারার সর্বকালের সেরা শিল্পী ফিরোজা বেগম , তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে নজরুল সাধনায় এতোটাই নিমগ্ন ছিলেন যে, নজরুল গীতির বাইরে কমল দাশগুপ্তের সুরারোপিত কিছু কালজয়ী আধুনিক গান ছাড়া আর তেমন কিছু গাননি। তবে এরই মাঝে এক পরিসরে তিনি ষোলটি রবীন্দ্র সঙ্গীত রেকর্ড করেছিলেন, যা আজ অনেকটাই বিরল বলে পরিগনিত। সঙ্গীত নির্বাচন করতে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন, সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় ষোলটি রবীন্দ্র সঙ্গীত, যা সব শিল্পীই গেয়ে থাকেন। এভাবেই তাবৎ প্রতিষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের সমান্তরালে দাঁড়িয়ে তিনি যেন প্রমান করার প্রয়াস পেয়েছেন যে, শুধু রবীন্দ্র সঙ্গীত কেন, যে ধারার সঙ্গীতই তিনি গাইতেন, অসীম প্রতিভা ও সাধনার মধ্য দিয়ে সেই ধারায়ও তিনি সেরা শিল্পীই হতেন। ফিরোজা বেগম - রবীন্দ্র সঙ্গীত - আজি বিজন ঘরে নিশীথরাতে সূচী ০১ ওই মালতীলতা দোলে ০২ যে রাতে মোর দুয়ারগুলি ০৩ কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না ০৪ আজি বিজন ঘরে নিশীথরাতে ০৫ জাগরণে যায় বিভাবরী ০৬ আমার এ পথ তোমার পথের থেকে ০৭ দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে ০৮ সে দিন দুজনে দুলেছিনু বনে ০৯ আমি তোমায় যত শুনিয়েছিলেম গান ১০ আমার হৃদয় তোমার আপন হাতের দোলে ১১ আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ১২ আজি ঝরঝর মুখর বাদর-দিনে ১৩ পথের শেষ কোথায় কি আছে শেষে ১৪ আজি ঝড়ের রাতে তোমার অভিসার ১৫ মনে কি দ্বিধা রেখে গেলে চলে ১৬ আমার বেলা যে যায় সাঁঝবেলাতে কোয়ালিটি : ১২৮ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ : ৬২ মেগাবাইটস ডাউনলোড : ফিরোজা বেগম - আজি বিজন ঘরে নিশীথরাতে পাসওয়ার্ড : samu পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।