আমাদের কথা খুঁজে নিন

   

varsity book store আমার প্রথম সৃষ্টিকর্ম

দেশে ইবুক সাইটের সংখ্যা সঠিক কত জানিনা তবে পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট দেশীয় তেমন কোন সাইট নাই তবে বর্তমান সময়ে কিছু উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে ।জগন্নাথবিশ্ববিদ্যালয়ে আসার পরে বুঝতে পারলাম প্রয়োজনীতা কতখানি । তথ্যপ্রযুক্তি জগতে আমার যুক্ত হয়োর বয়স প্রায় ৪ মাস ;প্রথমে যে সমস্যা আমার কাছে প্রকট ছিল তা হলো আমি কি শিখতে চাই তাই সিন্ধান্ত নিতে পারছিলাম না । অবশেষে দুঃশ্চিন্তা বাদ দিয়ে কাজে লেগে পড়লাম ;বর্তমানে আমি devsteam এর অধীনে সার্চ ইন্জিন অপটিমাইজেশন ;এফিলিয়েট মার্কেটিং এর প্রশিক্ষন নিচ্ছি শুরু থেকেই ভাবছিলাম কি নিয়ে কাজ করা যায় ,বাল্যকাল থেকে বই পড়ার অভ্যাস ইচ্ছা ছিলো ব্যক্তিগত গ্রন্থাগার তৈরি করার ।সময় ও সুযোগ এর সমন্বয় না ঘটাতে তা আর হয়নি ভেবেছিলাম হয়ত হবেওনা ।জীবনে কখনো ভাবিনাই আমার ওয়েব সাইট থাকবে wordpress এর কল্যাণে তা আজ সম্ভব হলো । আমি আমার স্বপ্নগুলোকে দিনের পর দিন লালন করতে করতে বর্তমানে রুপায়িত করতে পেরেছি তারপরও মনে হচ্ছে হয়ত আরো ভালো কিছু করতে পারতাম ।আর তার জন্য প্রয়োজন দিকনির্দেশনা ।পাঠকদের কাছে আমার অনুরোধ সাইটা সর্ম্পকে একটা ফিডব্যাক ;মোটামুটি কাজ শেষ এখন শুধু বই আপলোড করছি আর সমস্যাগুলোখুজে বের করার চেষ্টা করছি ।অনুগ্রহ করে আপনারে মূল্যবান পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন আশা করি আমার ভার্সিটি বুক স্টোর আমার ফেসবুক আইডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।