প্রিয় মডু ভাইয়েরা, সামুর হোম পেইজে কোন বাটন বা বক্স যোগ করা যায় কিনা যেখানে মোট নিবন্ধিত সদস্য, মেহমান সদস্য এবং আজকের হিট সংখ্যা দেখা যায়। প্রতিদিনই সকালে অফিসেএসে আমার কিছু রুটিন আছে। প্রথম কাজ এক কাপ চা, তারপর কম্পউটার চালু করে কয়েকটা পেইজ্ ওপেন করি, যার মধ্যে সামু একটা এবং infoworld.com. সব সময়ই জানতে ইচ্ছা করে আমাদের এখানে মোট কতজন নিবন্ধিত সদস্য আছে এবং কতজন মেহমান আছে। উদ্দেশ্য হচ্ছে, আমরা ব্লগার, আমােদর আমােদর দৈনন্দিন কাজ বা আমােদর মতবাদ এবয় মতভেদ উভয়ই এখানে লিখি। কেউ ভাল লিখলে বাহবা বা লাইক পায় আমােদর কেউ খারাপ অথবা পক্ষপাত লিখলে তার বস্ত্রহরনে মোটেও সময় লাগে না। আমাদের জানতে ইচ্ছা করে, আমরা যেটা লিখছি তা কতজন মানুষ দেখছে বা দেখরা সম্ভাবনা আছে। বিষযটি অনুগ্রহ করে বিবেচনায় নিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।