আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ফাইভ প্রি-অর্ডার করতে অ্যাডাল্ট সাইটে ফোন!

নতুন আইফোন ফাইভের প্রি-অর্ডার করতে যেয়ে রীতিমতো পেরেশান জার্মান মোবাইল অপারেটর ‘ডয়েচ টেলিকম’-এর গ্রাহকরা। নির্দিষ্ট নাম্বারে ফোন করে তারা জানতে পারেন, সেটি একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইন! খবর টেককার। টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকদের একটি ভাউচার পাঠিয়েছিলো জার্মান টেলিকম প্রতিষ্ঠানটি। গ্যারান্টি দিয়েছিলো, আইফোন ফাইভের প্রি-অর্ডার লিস্টে জায়গা করে দেয়ার। কিন্তু ভাউচারের ফোন নাম্বারটিতে কল করে গ্রাহকরা আবিষ্কার করেন, মোটেই আইফোন ফাইভের প্রি-অর্ডার নিচ্ছেন না ফোনের অপরপ্রান্তের ব্যক্তিটি।

তারা ফোন করেছেন একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইনে! আদতে ভাউচারের ফোন নাম্বারটিতে ভুল করে একটি সংখ্যা বেশি লিখে ফেলেছিলো ডয়েচ টেলিকম। আর তাতেই ঘটে ওই বিভ্রান্তি। আইফোন ফাইভের প্রি-অর্ডার হটলাইনের জায়গায় গ্রাহকদের কাছে চলে গিয়েছিলো একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইনের নাম্বার। এমন অদ্ভুত ঘটনায় হাসতে হাসতে অনেকের পেটে খিল ধরবার মতো অবস্থা হলেও, সাধের আইফোন ফাইভ হাত ফসকে বেড়িয়ে যেতে পারে ভেবে গোস্বা করেছেন ডয়েচ টেলিকমের অনেক গ্রাহক। তবে ইতোমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছে টেলিকম প্রতিষ্ঠানটি।

টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকদের পাঠিয়ে দিয়েছে নতুন একসেট ভাউচার। এবার আর আইফোন ফাইভ প্রি-অর্ডার করবার হটলাইনের নাম্বারে ভুল করেনি ডয়েচ টেলিকম। অন্যদিকে আইফোন ফাইভের প্রি-অর্ডারের চাপে একরকম দিশেহারা অ্যাপল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই পিছিয়ে দেয়া হয়েছে প্রি-অর্ডার করা আইফোন ফাইভের শিপিং ডেট। সূত্র  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.