সংস্কারের ফলে বড় দুই দলকে ভাঙতে পারলে একটা দুর্বল কোয়ালিশন সরকার আসবে। সেটা কারা কি উদ্দেশ্যে চান তা আমি জানিনা।
যাদের আত্বপরিচয় কম তারাই পরিবারতন্ত নিয়ে এত মাথাব্যথা। আমাদের দেশ ও প্রতিবেশি দেশগুলোর রাজনীতিতে পরিবারতন্তের একটি বিশেষ ভুমিকা আছে। ভারতে পরিবারতন্ত বিদ্যমান ও দূশ্যমান এবং পূথিবীর বূহওম গনতান্তিক দেশ ভারতকেই বলা হয়।
সংস্কারবাদীরা বড় জোর আন্ঝলিক নেতা। সমগ্র দেশের নেতা হওয়ার যোগ্যতা তাদের নেই। দলত শুধু একমুঠো নেতাকে নিয়ে নয়। দলের আসল শক্তি তূনমুল। এই তূনমুল ৯৫% শেখ হাছিনার পক্ষে আছে এবং থাকবেন।
কিছু মানুষ দলে এবং বাহিরে শেখ হাছিনার সব কিছু নিয়ে আর্থহীন বিতর্ক শুরু করছে। একটা জিনিস ভুললে চলবেনা শেখ হাছিনা বাংলাদেশের প্রতিষ্টাতা শেখ মুজিবুর রহমানের কন্যা। তার কিছু ভুল হলেও তাকে অসম্মান করা ঠিক হবে না।
আমি সবসময় দেখেছি আওয়াশীলীগ ঐক্যবদ্ব থাকলে দেশে বড় কিছু হয়ে যায়। কেননা ধর্মনিরপক্ষ এই গনতান্তিক দলের কাছে মানুষের অনেক আশা ভরসা।
........ চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।