আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্যভাবে বাড়ছে কোরআনের জনপ্রিয়তা।

উহা সেই গ্রন্থ। যাহার ভিতর কোন সন্দেহের অবকাশ নাই। ( বাক্বারা আয়াত ২ )। কোরআন মাজীদ ১৪শ বছর ধরে অবিকৃত অবস্থায় রয়েছে। আল্লাহ তায়ালা বলেনঃ আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এর সংরক্ষণকারী।

( হিজর আয়াত ৯ )। কোরআনের এক অর্থ অধিক পঠিত, তাই দেখা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ড এমন নেই যে সেকেন্ডে কোরআন পড়া হয়না। যতই পাঠ করা হয় অন্তরে ততই প্রশান্তি অনুভব হয়। কোরান কে বোঝার জন্য জানার জন্য প্রতিটি মুসলিম কোরআনের জ্ঞানসাগরে ডুব দেয়ার চেষ্টা করে থাকে। যে যত জ্ঞানার্জন করতে পেরেছেন তার মর্যাদা ততই বৃদ্ধি পেয়েছে।

অনেক অমুসলিম পন্ডিত কোরানের জ্ঞান গভীরতা উপলব্ধি করে ইসলামে নিজেকে সোপর্দ করেছেন। কোরআন, ইসলাম, মুসলিমের বিরুদ্ধে চতুর্মুখী আগ্রাসন থাকা সত্বেও প্রতিটি মুসলমানের অন্তরে কোরআনের প্রতি রয়েছে গভীর ভালবাসা। অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলছে কোরআনের জনপ্রিয়তা। সম্প্রতি ফেসবুকের কোরআন বা আল-কোরআন নামে যত লাইক পেইজ, বুক পেইজ এবং পাবলিক ফিগার পেইজ রয়েছে তাতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে লাইকের সংখ্যা অবিশ্বাস্য ভাবে বেড়ে চলছে। আপনি কি কোরান কে ভালবাসেন? তাহলে আপনার ভালবাসা প্রকাশ করুন এখানে ( Click This Link )।

আর বিশ্বের সকল কুফরী শক্তিকে জানিয়ে দিন আমাদের ঈমানী প্রেরণাকে। ব্যঙ্গচিত্র, সিনেমা, কোন কিছুই তোমাদের সূফল বয়ে আনবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।