আমাদের কথা খুঁজে নিন

   

মানবজমিনের স্টুপিডিটির আরেকটি নমুনা।

বন্ধুবেশী অপহরণকারীর ফাঁদে ২ কলেজছাত্রী শিরনামে রিপোর্টার এই খবরটি দেয়। ছবিতে ছাত্রীদের চোখ আমি নিজেই ঢেকে দিয়েছি। অপহরণকারী মুক্তিপণ দাবি করেছিল ৬০ লাখ টাকা। অবশেষে rab এর কৌশলী অভিযানে গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে রাজধানীর উইমেন সেন্ট্রাল কলেজের দুই ছাত্রী কে। অপহরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের সিনিয়র বন্ধু এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মামুনকে।

মুগদা থানা পুলিশ মামুনকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই গতানোগতিক খবর টি তে আমার বলার কিছুই থাকতোনা যদি স্টুপিড রিপোর্টার/ নিউজ এডিটর ভিক্টিম দুই কলেজ ছাত্রীর ছবি না ছাপাতো। ব্লাডি এডিটর ধৃত আসামির কোন ছবি না ছাপায়নি। নাম ধাম সহ দুই কলেজ ছাত্রীর ছবি ছাপিয়েই খান্ত হয় নি পত্রিকাটি। তাদের কলেজের নাম, সেকশান সহ।

পেরেন্টস দের এর নাম। বাসার ঠিকানা - (মুগদা থানার উত্তর মুগদাপাড়ার রাস্তা নং, বাসা নং সহ) স্থায়ী ঠিকানা - টাঙ্গাইল জেলার বাসাইল থানার গ্রামের বাড়ীর নাম ঠিকানা, পিতার নাম সহ সহ ডিটেইস ছেপে দিল। এই হল সাংবাদিকতা নামের নৈতিকতা! মুল খবরটির লিঙ্ক Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।