আমাদের কথা খুঁজে নিন

   

একটি অসহনীয় কল্পনা

মেহরাব হাসান তাপমাত্রা অসহনীয় পর্যায়ে । চিকেন চপ আর কোল্ড ড্রিংসের দাপটে বেসামাল চারদিক । মৃতপ্রায় অভিশপ্ত নগরীর সবচেয়ে উঁচু বিল্ডিংটায় আরেকটি ইটের গাথুনি । সভ্যতা,সভ্যতা আর সভ্যতা । মৌচাক মোড়ে তপ্ত আগুনে সিদ্ধ হচ্ছে দু টাকার দাবিদার-মানচিত্রে জায়গা করতে চাওয়া যাযাবরদের প্রতিনিধি।

-হ্যালো! এম্বুলেন্স ?...রং নাম্বার? আশে-পাশে কোন পুকুড় আছে ? কিংবা নদী,চাপকল হলেও চলবে। কোল্ড ড্রিংসের শেষ চুমুকে মূল্যহীন হয়ে পরা ফাঁকা বোতল কারো কারো নিকট আবার অমূল্য । তাপমাত্রা অসহনীয় পর্যায়ে । হ্যালো! খন্দকার নার্সারী ?...তাড়া-তাড়ি বিশটা চারা গাছ পাঠান । না,না মৌচাক মৌচাক ।

হ্যা,ঠিক আছে । -ঐ মিয়া মরবা কবে? সে খেয়াল আছে ? দ্রুতগামী সভ্যতার প্রতিনিধি কর্নপাত করে না। -ঐ মিয়া,ঐ মিয়া,কি কথা কানে যায় না? -কি ? না, বাসায় এসি আছে । তুমি মরলেও আমার কোন যায় আসে না-ব্যাঙের ছাতা, কিংবা বাচলেও । বন্ধ হতে চলা পেট্রোল ইঞ্জিন চলতে শুরু করে ।

যাযাবরেরা স্থান ত্যাগ করে । জুতার বাকশো,ফুলের মালা,রিকশা,পেপার,থালা,চট পরে রয় । সভ্যতার প্রতিনিধি এসি খায় সাথে কোল্ড ড্রিংস । মনে আনন্দ বয়ে চলে । অভাববোধের তাড়নায় গাছ লাগায়,পানি ছিটায়,খাবারে ঢেকে যায় আশ-পাশ চারদিক ।

নতুন এক যাযাবরদের আগমন ঘটে। মেহরাব জাহিদ মহাখালী-৮। ০৯। ১২ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.