আমাদের কথা খুঁজে নিন

   

আসুন একটি গল্প,একটি কবিতা,একটি গান কিংবা একটি সিনেমায় স্মরণ করি পূর্বসূরিদের।সম্মান জানাই তাদের আত্মত্যাগ কে।গভীর আবেগে ধারণ করি মুক্তির চেতনা।ইতিহাস জেনে শপথ করি আর কোন হারামি যদি ৩০ লাখ রে ৩ লাখ কইয়া কুতর্ক করে তার যেন দাত ভাঙা জবাব দেবার পারি।

গল্প “অনিল বাগচির এক দিন” আমার প্রায়ই মনে হোতো আমি এই গল্পের অনিল। ভীতু একদম ভীতু,অন্ধকারের ভয়,মৃত্যু ভয়,ভুতের ভয় সর্বোপরি ভয়ের ভয় এমনি হাজারটা ভয় বাসা গেড়েছিল সেই শৈশবে। মনে আছে প্রথম এ গল্প পড়ি বেশ কম বয়সে। বড় ভাই কলেজ ভর্তির জন্য ঢাকায়। সুযোগ পেয়ে আমি পড়ে ফেললাম বেশ কিছু বড়দের বই (দারুচিনি দ্বীপ,হিমুর দ্বিতীয় প্রহর,মহাকাশের মহাত্রাস ইত্যাদি)।

তার সাথেই পড়ে ফেললাম বইটি। আমি আব্বা,আম্মার মুখে মুক্তিযুদ্ধের বীরত্ব আর সাহসিকতা শুনে বড় হওয়া ছেলে। বইটা পড়ে হঠাৎ করে টের পেলাম যুদ্ধের ভয়। বড়ভাই ঢাকায় তাই ঘুমুতে হবে একা প্রায় প্রতি রাতেই আম্মাকে ডাকতে হয়। ভূত প্রেতের ভয়ের সাথে যোগ হয়েছে পাকি সেনাদের গোঁফওয়ালা চেহারা।

মাঝরাতে চিৎকার করে আম্মাকে ডাকি,আম্মার কোলে মাথা রেখে বীরের মতো পাকি সেনাদের বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে ঘুমিয়ে পরি। যদিও গল্পের অনিল বাগচির মাকে ডাকতে হইনি,সে এমনিতেই জয় করেছিল তার ভয়গুলকে। গল্পের মোক্তার পাগলী মনে করিয়ে দেয় আমাকে গুরুদাশির কথা। যে বিরঙ্গনা পাগলী নগ্ন দেহে ঘুরে বেরিয়েছে পথে পথে। লজ্জা লাগে গোলাম আযমের কার্জন হলে শান্তি কমিটি কে সহযোগিতা করার উদাত্ত আহ্বান কিংবা আওয়ামিলিগার সোলায়মানের কঠিন পাকিপন্থি হোয়ে যাওয়া।

এসবের পরও অনিলের দৃরতা আমাকে শান্তি দেয়। দেশ স্বাধীন হলে কান্নার আশা দেয়। গান গান ”ও আমার দেশের মাটি” একবার ভাবুনতো ৪২ বছর আগে কোন এক গভীর রাতে স্বাধীন বাংলা বেতার থেকে ভেসে এলো গানটি। অন্ধকার ফুরে কান পেতে আছে কিছু যোদ্ধা গানটি শুনবে বলে। গানটি হয়ত তাদের গোপন সংকেত কিংবা নিছক অনুপ্রেরণা।

বহু দিন ধরে হয়ত ঘুমান হইনি বিছানয়,ঠিকমত খাবার জোটেনি তা নিয়ে অনুযোগ নেই এই গানটিই তাদের হাজার গ্যালন ফুয়েলের শক্তি দিচ্ছে। একটু পরেই অপারেশন,হয়ত এ যাত্রায় আর ফেরা হবে না। লাশের থাকবেনা কোন ঠিকুজী,কবর শ্মশান তো দূরে থাক যেতে হবে কুকুর শেয়ালের পেটে। ৪২ বছর আগের আইপড,এমপিথ্রি বিহিন দিনে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটি হোতো তাদের অনুপ্রেরণার উৎস। ৪২ বছর আগের নিভে যাওয়া জলজলে চোখ গুলোর স্মরণে গানটি শুনি।

লিংকঃ http://soundcloud.com/rahatmithun/mowq0vdmwiqc কবিতা বাংলার মুখ আমি জীবনানন্দ দাশ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম — বট — কাঠালের — হিজলের — অশখের করে আছে চুপ; ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে; মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল — বট — তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল; বেহুলার একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে – কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চরায় – সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়, শ্যামার নরম গান শুনেছিলো — একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিলো ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়। চলচিত্র “আগুনের পরশমনি” মানুষের অমর হওয়ার জন্য হাজারটা সৃষ্টির দরকার নাই একটাই যথেষ্ট। হুমায়নের গুনগান করার কিছু নাই তাই এখানে। পুরো সিনেমাটিতে আয়রনির ছড়াছড়ি। চায়ের দোকানদারের থুথু দিয়ে জিন্নার ছবি মোছা।

ভিক্ষারির দেশের অবস্থা নিয়ে সংলাপ কিংবা আবুল হায়াতের জিন্নার ছবিতে রক্ত লেগে যাওয়া,নিজের সন্তানের সামনে লজ্জা পাওয়া আরও কত কি। চাঁদতারা খচিত ব্যাগে যখন কাথা দিয়া মোড়ানো স্টেনগান বের করা হয় তখন আমার মনে পরে যায় আমার এসএলআর ক্যামেরাটার কথা,ঠিক এমনইভাবে যত্ন করে রাখতাম। বদি যখন পাওয়ার হাউস উড়িয়ে দিতে যায় তখন বাঙালি কর্মকর্তা কে চর মারে তাও দ্যাখার মত এক দৃশ্য। দুঃখ হয় যখন দেখি বদির রক্ত কুকুর চেটে খায়। শেষে আমরা সবাই বশে থাকি অপেক্ষায়,ভোরের অপেক্ষায়।

ভোর কি আদৌ হয়েছে? বিঃদ্রঃসিনেমাটিতে একটি ভুল,পাকি অফিসার যে হিন্দি গানের বাঁশি বাজাচ্ছিলেন ওই গান ১৯৯৫ সালের,ভুলটা হয়ত ইচ্ছাকৃত। আর বাস্তবে বদি নামের এক গেরিলা যোদ্ধা ছিলেন,তিনি ছিলেন ক্রাক প্লাটুনের অন্যতম সদস্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.