আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘ একযুগ পরে একটি বারের জন্য দেশে ফেরার তীব্র ইচ্ছা হচ্ছে, একটি বার মা-মাটিকে জড়িয়ে ধরতে চাই, একটি বার

সামওয়ান উইল উইন দ্য রেস দেশ ছেড়েছি এক যুগেরও বেশি হবে। ঢামেক থেকে এমবিবিএস শেষ করেই প্রবাসে তল্পিতল্পা গুছিয়ে চলে আসি। আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, তখন স্বপ্ন দেখতাম একদিন বড় একটা রেভ্যুলেশন হবে। বদলে যাবে সব, সব বদলে দেবো। প্রতিদিনের স্বপ্ন দিনান্তে ভেঙে যেতো আর আমরাও বুঝতে শিখে গিয়েছিলাম দেশের মানুষ, আমরা অভিযোজিত হয়ে গেছি।

বিপ্লবের রঙীন সুঁই-সুতো আর নকশীকাঁথা আমাদের জন্য নয়। প্রবাসে এসে ব্যস্ত হয়েছি নিজের জীবন নিয়ে। দেশের সংবাদ শুনেছি এর-ওর মুখে, টিভি নিউজে, ইন্টারনেটে, দেশ থেকে আসা বন্ধুর ফোনে। আনন্দে কেঁদে ফেলার মত সংবাদ শুনেছি, হতাশারও। তবে সব মিলিয়ে দেশ নিয়ে আশাবাদী হবার মত কিছু পাইনি।

না, পাইনি! ক্রিকেট দল গর্ব করার মত অনেক কিছু দিয়েছে। বঙবন্ধু হত্যা মামলার রায় হলো যেদিন সেদিন চোখের জল ফেলেছি। তবু বাস্তবতা দেশ নিয়ে হতাশা কমেনি, বেড়েছে। একদিকে আশার আলো দেখেছি আরেকদিকে যারা আলো দেখিয়েছেন তারাই যখন অন্ধকারে ডুবে গেছেন তখন মন ভেঙে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকেনি। বাচ্চু রাজাকাররে ফাঁসীর রায় হলো যেদিন সেদিন দেশ থেকে এক বন্ধু মেইলে আশাবাদ জানালো "ধীরে ধীরে সব ব্যাটা শুলে চড়বে, দেখে নিস!" কিন্তু কাদের মোল্লার রায় শুনে আবারও সেই হতাশা, সেই অন্ধকার, পিচকালো।

তারপর শুনলাম তরুণ প্রজন্ম এক হচ্ছে। শুনলাম শাহাবাগ জেগে উঠছে। দেখলাম '৫২এর সেই ছাত্র সমাজ। দেখলাম আমাদের সেই একযুগ আগের স্বপ্ন পাখা মেলছে। আর আজ সেই বিপ্লবের পাখি উড়ছে ডানা মেলে।

আমার কোন পিছুটান নেই, দেশে আমার কিছু নেই। মা-বাবা আমাকে ছেড়ে, পৃথিবী ছেড়ে, সব মায়া কাটিয়ে চলে গেছেন একদম ছোটবেলায় যখন কথা বলাও শিখিনি। তাই দেশে আসার কোন ইচ্ছাও হয়নি। কিন্তু আজ একটি বারের জন্য দেশের মাটি বুকে নিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, একটি বার মা'কে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে। আজ একটি বার নিজেকে শাহাবাগে ছোট্ট একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছি দেখতে চাই।

হাজার হাজার মোমবাতির আলোয় যে নতুন ভোর আসবে সেই আলোর অংশ হতে চাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.