আমাদের কথা খুঁজে নিন

   

জয়িতা ভিনসেন্ট…...

প্রানের স্পর্শ ছড়ানো….... জীবনের কাঙ্খিত সুখ…...... চোখেতে তার অদ্ভুত লেনদেন…............. পরনে ঢাকাই শাড়ি… প্রশান্তি অপার… সময়ের রঙ রুপ কি ছিলো জানিনা… জেনেছি………. জয়িতা ভিনসেন্ট…...........। তখন আমি বিশ্ববিদ্যালয়ের পড়ি… প্রথম বর্ষের… অনাবাসিক ছাত্র… এলোমেলো ভাবনা... আমার বিচরণ ক্ষেত্র........। মোহের কি যন্ত্রনা... তা জানা ছিলোনা.. ... ছিলো শুধু ভালোলাগার অঘোম নিয়তি… বুঝিনি তাই কখনো বেহিসাবী লাভ ক্ষতি । শুধু ছুঁয়ে গেছে দূর্ণিবার অতৃপ্ত পরিনতি হয়ে… সময়ের সজাগ দৃস্টি নিয়ে…. ছুটে গেছে জীবনের মেইল ট্রেন….. প্রশ্নবিদ্ধ রয়ে গেছে…৭৮…লক্ষিবাজার লেন…। দিন তারিখ হারিয়ে গেছে…কিছু ঘটনার আড়ালে… এখনো খুঁজে পাই খুব... আয়নার সামনে দাড়ালে….। অনন্ত কাল ধরে যে প্রণয় ফিরে গেছে… যে ব্যথা বুকে নিয়ে… যারা কস্টের জাল বুনে গেছে… বহুকাল.. যুগ ধরে… আমি তাদেরই একজন…. মেলাতে পারিনি কখোনো তাই…জীবনের... বেহিসাবী লেনদেন…. জেনেছি… .......জয়িতা ভিনসেন্ট….... ৭৮…লক্ষিবাজার লেন… ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।