আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভীষন ফাকা লাগে .. জয়িতা…

তোমাকে এতোটা যে ভালোবাসী… তা সবাই জেনে গেলো… পাড়ার টং দোকানের জটলার লোকগুলো তাকিয়ে থাকে… তুমি একবার জানার চেষ্টাও করলে না… জয়িতা…। এয়ারপোর্ট ষ্টেশনে গাড়ী থামে… তারপর আবার চলেও যায়… একুল ওকুল ছাপিয়ে মুখ লুকিয়ে ক্ষণিক দাড়ায় …. রুঢ় কঠিন বাস্তবতা…. বিনিদ্র রাত কেটে ভোর হয়… কেউ বোঝেনা এ ব্যথার মানে…….। একটা কৌতুকের মুখোষ পরে…. সবই হেসে উড়িয়ে দেই… মনের ব্যথাটা খুব ভীষন বাজে বুকে….। এ বিরহী সানাইয়ে…সব ভেসে গেলো…. তুমি একটি বার ভাসবে কী... জয়িতা….? তোমাকে এতোটা যে ভালোবাসী… সবাই তা বুঝে নিলো… তুমি কেনো একটি বারও ফিরে তাকালে না… ইট কাঠ পাথরে ঢাকা পরে গেলো গোটা শহরটা…. আমার ভীষন ফাকা লাগে ……….. জয়িতা…………………।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।