আমাদের কথা খুঁজে নিন

   

জয়িতা আমার কল্পনার জয়িতা (২)

মানুষ মানুষের জন্য

দিনটি ছিল ১৪ই সেপ্টেম্বর , আমার জন্মদিন , আমি একা একা ধানমন্ডি লেকে বসে আছি । কিছুক্ষন আগে আমার ক্লাস শেষ হয়েছে তাই চলে গেলাম লেকে । বসে বসে ভাবছি , জীবনের ২১ টি বছর কেটে গেল একটা প্রেম করলাম না এখনও। ওমনি জয়িতা এসে আমার পাশে বসলো এবং আমার হাতে চিমটি কেটে বললো "আমি থাকতে তুমি আবার কার সাথে প্রেম করতে চাও?" ওর সেই এলোমেলো করা হাসিটা আবার আমাকে এলোমেলো করে দিল। আমার চারদিকে কম করে হলেও ৪/৫ টা couple ছিল ।

ওরা সবাই হয়তো ভাবছে আমি একা একা লেকে বসে কি করছি। ভাবারই কথা , ওরা তো আর আমার জয়িতাকে দেখতে পারছে না। কিছুক্ষন পরে আমার কাছে রুমু(আমার ক্লাসমেট) আসলো । এসে বললো "কই তোমার জয়িতা কোথায় ? " জয়িতা আবার আমার পাশে কাউকে দেখতে পারে না । আমার পাশে কেউ থাকলে ও আমাকে ছেড়ে চলে যায়।

তারপরে একের পর এক আমার সব friends আসতে লাগলো আমার পার্টিতে । সবার সাথে থাকলেও আমি কিন্তু জয়িতাকে ভুলে যাইনি , ওকে আমি আমার মনের মধ্যে করে নিয়েই পার্টি এনজয় করেছিলাম....পার্টি শেষ হতেই জয়িতা আমার কানের কাছে এসে বললো ," Many many happy returns of the day Jaantus.".......(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।