আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার কয়েকজন বিখ্যাত মানুষের বানী

দুনিয়ার কয়েকজন বিখ্যাত লোকের বানী শুনুন: আপনি যদি জেতেন (যুদ্ধে) তাহলে আপনার ব্যাখ্যা করার দরকার নেই, তবে হ্যা আপনি যদি হারেন তাহলে ব্যাখ্যা করার জন্য আপনার সেখানে থাকার দরকার নেই --- এডলফ হিটলার সবাইকে বিশ্বাস করা বিপদজনক তবে সবাইকে অবিশ্বাস করা আরো বিপদজনক -- আব্রাহাম লিংকন সাফল্যের জন্য তিনটি বাক্য মনে রাখবেন (১) অন্যের চাইতে বেশী জানুন (২) অন্যের চাইতে বেশী কাজ করুন (৩) অন্যের চাইতে কম আশা করুন ----উলিয়াম শেকসপিয়ার চারটে জিনিস কখনোই ভাংবেন না (১) বিশ্বাস (২) সম্পর্ক (৩) প্রতিজ্ঞা আর (৪) হৃদয়; কারন যখন এগুলো ভাংগে তখন শব্দ হয়না বটে তবে এগুলি খুব বেদনাদায়ক -- চার্লস ডিকেন্স যদি কেউ মনে করে যে সে জীবনে কোনদিন ভুল করেনি তাহলে বলব সে জীবনে কোনদিন নতুন কিছু শুরুই করেনি-- আলবার্ট আইনস্টাইন সারাদিন চলার পথে যদি আপনি কোন সমস্যার মুখোমুখি না হন তাহলে ধরে নিতে পারেন আপনি ভুল পথে চলছেন--স্বামী বিবেকানন্দ সবাই নিজের চারপাশের পরিবর্তনের কথা ভাবে- বলে কিন্তু কেউ নিজেকে পরিবর্তনের কথা ভাবেনা--লিও টলষ্টয় আমি বলিনা আমি এক হাজার বার ব্যার্থ হয়েছি বরং আমি বলি আমি এক হাজারটা কারন আবিষ্কার করেছি যেগুলো আমাকে ব্যার্থ করে দিতে পারে -- থমাস আলভা এডিসন বি.দ্র: অনুবাদে ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।