আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার ছাগোলেরা।

ভাল হোয়েছি বঙশ ভাল বোলে।

এ্ই বইখানা তাগের জন্য যারা ছাগোলে আগ্রাহ পায়। এই বইএ অনেক যত্ম নিয়ে পৃথিবির ৫০০রকম ছাগোলের উপর গোবেষণা করে তারপর লিকেছে। জাতের বর্ননা গুলু একানে দয়া হোয়েছে যার যার দেশের নামের অনুসারে। এরমধ্য আছে ইউরপ আর নর্থ আমরিকার দুগ্ধ খামার জাতের ছাগোল আবার সম্ভাবনাময় দক্ষিন আফরিকার ছাগোল যাগের গোস্ত ভাল আবার আছে ভারত উপমহাদেশের বহুজাতিক ছাগোর বর্ননা।

এছারা আছে তুরস্কের আংগোরা ছাগোল, মধ্য এশিয়ার কাশিমিরি ছাগোল, বাজিলের পেলেথোরা ছাগোলআর আমিরকা, ইউরোপ আর অস্ট্রেলিয়ার ফেরাল ছাগোল। শারিরীক বর্ননা আছে আছে বংশগতি বননা। যা পরিস্কার ধারনা দিবে ছাগোলের কাঠামো সমপ্র্কে। আর আছে সব ছাগলের বিকল্প নাম প্রচলিত নাম। একজন নামকরা চিত্রশিল্পি যার নাম জেক টেবিট সে সবার ছবি আকেছেন অনেক সুন্দ কোরে।

প্রায় ১৮০ জন ছাগোলের ছবি আছে বইটাতে। ছাগোল অনেক উপকারি প্রানি যেকানে কেও বাচেনা সেখানেও ছাগোল বাচে কিন্তু ছাগোল নিয়ে মানুস ভাবে কম। অনেক বর করে ভাবলে ভাল োত। এ বই যারা প্রানি ভালবাসে তাগের অনেক ভাল লাগবে। এতো সুন্দর বরে সারা দুনিয়ার ছাগোলের পরিচিত আর কথাউ দেখি নি।

ছাগোলদের জানুন এবইটা পরুন। প্রাপ্তিস্থান সাহবাগ আজিম মার্কেকট। --------------------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।