আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার বান্দর.....এক হও....

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

উদাসী স্বপ্ন বলেছেন : ২০০৭-১০-১৯ ১৩:৪৯:০৩ ডাইনে বামে কিছু না থাকলে রাস্তার ধারে টয়লেট করনের লিগা এই পরিবেশ বেস্ট! খালি দরকার এক বদনা পানি! শিলা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৫:০৩:২৫ উদাসী স্বপ্ন @ যে পরিবেশে বড় হয়েছেন, সেই পরিবেশের কথা মনে পড়লো বুঝি? আমি মোটেও বিস্মিত হইনি। কারণ উদাসী তার অতীতকে ভুলেনি। অন্যরকম বলেছেন : ২০০৭-১০-১৯ ১৬:০০:২৫ উঃদা আবার চিপায় পরল.... হে হে হে শিলা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৬:১২:২৩ অন্যরকম @ উদা মোটেও চিপায় পড়েনি। চোখ আর মন থেকে 'শরম' (ভদ্রতা) তাড়িয়ে দিন। আপনিও নিমিষেই 'মুই কি হনুরে' টাইপের জানোয়ার হয়ে যাবেন।

নিজে লেংটা থাকবেন, অথচ সাপ দেখলেই বলবেন : দেখেছো সাপটা উলঙ্গ'। নিজে নাচতে পারেন না! তাতে কি? নর্তকীকে ঘৃণা করতে আপনার মোটেও অসুবিধা হবে না। আপনি শিক্ষিত? সো হোয়াট? ওটা এমনিতেই আপনার হিপ পকেটে চলে যাবে। শিলা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৬:১৭:০৮ উদাসীর প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই। তিনি একজন ভালো ব্লগার।

কিন্তু একটা লোক কতোটা নিচ আর ইতর হলে আরেক জনের ব্লগকে টয়লেটের সাথে তুলনা করতে পারে? ছি: ছি: আমি না হয় তার মতো ভালো লিখতে পারি না। এটাই কি আমার অপরাধ? তার মত বা দৃষ্টিভঙ্গীর সাথে আসার মিল নেই---এটাই কি আমার অপরাধ? মনের কথা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৬:১৯:১৮ শিলা.... আপনাকে আমাদের দরকার...একটা কাজ করতে হবে.....মোটা পারিশ্রমিক পাবেন। Click This Link ঘুরে আসুন। আপনি রাজি হলে আমাদের কাজ হালকা হয়ে যাবে....! পোস্টে ৫চাইলাম কিন্তু। অন্যরকম বলেছেন : ২০০৭-১০-১৯ ১৭:২৫:১৩ শিলা... এত ক্ষ্যাপছেন কেন? যেই কমেন্ট করছেন.... বুঝতেই বহুত টাইম চইলা যাইব।

আচ্ছা, আপনি কি আমারে গাইলাইছেন? মনের ব্যাথার প্রপোজাল ভাইবা দেইকেন! মনের কথা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৭:৩১:৪৫ শিলা আমার মনে হয় আপনি উদাসীকে বুঝতে ভুল করছেন। উদাসী আপনার ব্লগ সম্পর্কে বলেনি। ওর মানসিকতার সাথে যতটুকু পরিচিত তা থেকে বলতে পারি ও আপনার লেখা যথেষ্ট গুরুত্ব সহকারে পড়েছে। ওর কমেন্টগুলো জাস্ট ফর ফান। ওর লেখা পড়লে বুঝতে পারবেন।

অন্যরকম বলেছেন : ২০০৭-১০-১৯ ১৭:৫৩:১৪ টেক ইট ইজি শিলা। উই আর হিয়ার জাস্ট ফর ফান! শিলা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৮:১৩:৩৫ অন্যরকম @ ঠিক আছে। কিন্তু ফানের অর্থ যেন না হয়, কারো ঠোঁট দেখে চুমু খাওয়ার নোংরা ইঙ্গিত দেয়া। আমার বিশ্বাস, আমরা আরো ক্রিয়েটিভ হতে পারি। সমস্যা শুধু মানসিকতায়।

উদার মানসিকতা থাকলে কোনো সমস্যা হতো না। ডেস্ট্রাক্টটিভ ওয়েতে এগুতে চাইলে ভিক্টিমরাও যে একই পথ ধরবে, এ সহজ অঙ্কটি আমাদের মাথায় আসা উচিত। মনের কথা বলেছেন : ২০০৭-১০-১৯ ১৮:২৬:৪২ মানসিকতার সমস্যা নিয়া আমার এখন সন্দেহ দেখা দিছে!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।