আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচেয়ে ছোট আর বড় বই

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং......

বিশ্বের সবচেয়ে ছোট বই বিশ্বের সবচেয়ে ছোট বইটি হচ্ছে রাশিয়ান লেখক আন্তন চেখভসের "শ্যামেলন" (Chameleon)। বইটি দৈর্ঘ্যে ও প্রস্থে মাত্র ০.৯ মিলিমিটার। সোজা কথায় বলতে গেলে একটা লবণের দানার থেকে কোনভাবেই বড় হবে না। অথচ এই বইটিতে পৃষ্ঠা রয়েছে ৩০ টি। তবে বইটি সামনে পেলেই কেউ তা চট করে পড়ে ফেলতে পারবে না।

কারণ বইটার লেখাগুলো এতো ছোট যে খালি চোখে পড়া যায় না। বইটি "গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড" এ স্থান করে নিয়েছে। দুনিয়ার সবচেয়ে বড় বই দুনিয়ার সবচেয়ে বড় বইটা সম্পর্কে জেনে আপনি যতটা না অবাক হবেন, তার চেয়ে বেশি অবাক হবেন যদি সেটা নিজের চোখে দেখতে পারেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট এর এক প্রফেসর মাইকেল হোলি এই বই তৈরির উদ্যোগ নেন। বইটি দৈর্ঘ্যে ২.১৩ মিটার (৭ ফুট) আর প্রস্থে ১.৫২ মিটার (৫ ফুট)।

বইটির ওজন ৬৪ কেজি। তাই এই বই যদি আপনি হাতে নিয়ে পড়তে চান তবে হয়ত আপনাকে বিপদই পড়তে হবে। অথচ বইটিতে পৃষ্টা রয়েছে মাত্র ১১২টি। আর এই বই ছাপাতে কালি লেগেছে ৪ লিটারেরও বেশি। ভুটানের বৈচিত্র্যময় প্রাকৃতিক ছবি স্থান পেয়েছে এই বইয়ে।

বিশাল এই বইটির নাম হচ্ছে "ভুটান: এ ভিজুয়াল ওডিসি অ্যাক্রস দি হিমালয়ান কিংডম" (Bhutan: A Visual Odyssey Across the Himalayan Kingdom)। বইটি "গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড" বইয়ে স্থান করে নিয়েছে অনেক আগেই। বইটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা (১৫ হাজার ডলার)। তবে চাইলেই কিন্তু কেউ বইটি কিনতে পারবে না। এর আগে বিশ্বের সবচেয়ে বড় বই ছিল "বার্ডস অব আমেরিকা"।

বইটি লিখেছিলেন জন ওডবোন। বইটি দৈর্ঘ্যে ছিল ১.০৬ মিটার আর প্রস্থে ৭৬.২ সেন্টিমিটার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।