আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভালো চেষ্টা। ভালো লাগলে দেখতে পারেন। হুমায়ূন আহমেদ স্যারের বই

আমরা নেট থেকে হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল সহ আরো অনেকের বই নেট থেকে PDF ডাউনলোড করে পড়ি। কিন্তু বাজে স্ক্যানার দিয়ে স্ক্যান করার কারনে সেগুলো ঠিক মত পড়া যায় না। আবার মাঝে মাঝে তারা তাঁদের নিজস্ব ট্যাগ মেরে দেয় যা দেখতে অত্যন্ত কুৎসিত। সেই বই গুলা আবার মোবাইলে পড়া যায় না। বারবার জুম করে পড়তে হয়।

যা অতি বিরক্তকর। তাই এইসব ভেবে আমার একটি চেষ্টা। দেখি সফল হয় কি না। ডিজিটাল পাঠকদের কথা ভেবে আমি একটি কাজ করেছি। তা হল হুমায়ূন আহমেদ স্যারের একটি বই নিজে মাইক্রোসফট অফিস দিয়ে নতুন করে লিখে পিডিএফ কনভার্ট করেছি।

এতে আপনারা পিসিতে তো সহজে পড়তে পারবেনই সাথে মোবাইলেও সুন্দর মত পড়তে পারবেন। বিশেষ করে এন্ড্রয়েড মালিকদের জন্য। যাদের সেট রুট করা নেই তাঁদের কথা বিশেষভাবে ভেবে আমার এই প্রয়াস। ভালো লাগলে উতসাহ দিবেন। খারাপ লাগলে মাইনাস দিয়ে চলে যাবেন।

আমি হুমায়ূন স্যারের একটা বই "হোটেল গ্রেভার ইন" আংশিক লিখেছি। পরীক্ষামূলক ভাবে ৬-৭ পেজ লিখেছি। তাইই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে বলবেন পুরো বই কম্পোজ করে দিব। বেশি কথা বলব না।

যাদের পিসি আছে তারা এমনিতেই পড়তে পারবেন। আর যারা এন্ড্রয়েড মোবাইল দিয়ে পড়বেন তাঁদের জন্য বলি Office Soft Pro ইউস করলে ক্লীয়ার পড়তে পারবেন। ইভেন ডানে বামে স্ক্রল করতে হবে না। উপর নিচে স্ক্রল করে পড়বেন। আমার এই চেষ্টায় কোন ট্যাগ, ওয়াটার মার্ক, ছবি নেই।

কাজেই বই পড়ে বিরক্ত হবেন না আশা করি। ও হ্যাঁ, সাধারনত মূর্ছনা, বাংলাপিডিএফ.নেট, ফ্রীবাংলাবুক্স অধিকাংশ সময় বই স্ক্যান করে ইমেজ আকারে পিডিএফ বানায় তাই তাঁদের বইয়ের সাইজ হয় বেশি। কিন্তু আমার বইয়ের সাইজ খুবই কম। আশা করি ২-৩ মেগাবাইটে পুরো বই হয়ে যাবে। ডাউনলোড করুনঃ Hotel Graver Inn By Humayun Ahmed ভালো থাকবেন সবাই।

আর একটা কথা এন্ড্রয়েড এর জন্য ভালো অফিস স্যুট কোন টি? অবশ্যই ফুল ভার্সন। জানাবেন প্লীজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.