আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেফাজতের তাণ্ডব

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেট সংলগ্ন গ্যালারির ৫০টি চেয়ার, খেলোয়াড়দের বসার শেড, ভিআইপি ও খেলোয়াড়দের ড্রেসিং রুম, অ্যাথলেটিক্সের টাইমিং রুম, স্টেডিয়ামের আলো ও শব্দ ব্যবস্থা এবং সিন্থেটিক লেন ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে তারা।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি টাওয়ারের প্রধান গেটের শাটার, গার্ডরুম ও টাওয়ারের সামনে থাকা একটি গাড়ি ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং পল্টন মাঠের সিকিউরিটি রুম ভাঙচুরসহ স্টেডিয়ামের চারপাশের প্রাচীরও ভেঙ্গে ফেলেছে হেফাজতকর্মীরা।
সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম ও এনএসসি টাওয়ার এলাকা পরিদর্শন করেন। এ সময় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদের যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করে স্টেডিয়ামের দ্রুত সংস্কার করা হবে। ”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপুর গাড়িও পুড়িয়ে ফেলেছে হেফাজতকর্মীরা। নিপু জানান, “বাফুফে ভবনে আসতে না পারায় গাড়িটা ক্রীড়া পরিষদের সামনে রেখে দিয়েছিলাম। তারা যে এভাবে পুড়িয়ে ফেলবে তা কল্পনাও করতে পারিনি। ”
স্টেডিয়াম এলাকায় এমন ভয়াবহ তাণ্ডবের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের ম্যাচটি একদিন পিছিয়ে মঙ্গলবার হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.