আমাদের কথা খুঁজে নিন

   

বিরামহীন পদচারনা আর গনসংযোগে জমে উঠেছে ভেড়ামারা পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন।

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রার্থীদের বিরামহীন পদচারনা আর গনসংযোগে জমে উঠেছে ভেড়ামারা পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচন কে ঘিরে প্রতিদিনই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থী আর তার কর্মী বাহিনীরা প্রতিদিনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আর সুস্থ, সুন্দর, দূর্নীতিমুক্ত এবং আলোকিত বিদ্যাপীট হিসেবে পাইলট উচ্চ বিদ্যালয় কে গড়ে তোলার অঙ্গিকার করছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর ভেড়ামারা পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ১৪ জন অভিভাবক ভোট যুদ্ধে নেমেছেন। ১ হাজার ৯৯ জন অভিভাবকের প্রত্যক্ষ ভোটে ৪ জন প্রার্থী নির্বাচিত হবেন আগামী ৩ বছরের জন্য। যারা বিদ্যালয়টিকে সুন্দর ভাবে পরিচালনা করবেন। এ নির্বাচন রাজনৈতিক ও প্যানেলভুক্ত নির্বাচন না হলেও ভেড়ামারার ঐতিহ্যবাহী এ বিদ্যাপীটের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ন।

এবং নির্বাচিত প্রতিনিধিদের জন্য এটা সম্মানের। এ সব নানদিক দিয়ে বিবেচনা করে এ নির্বাচনে রাজনৈতিক, চিকিৎসক, সমাজসেবক এবং সুশীল শ্রেণীর মানুষরা নির্বাচনী ভোট যুদ্ধে নেমেছেন। অনেক প্রার্থীর জন্য রাজনৈতিক নেতারাও ভোট প্রার্থনায় নেমেছেন। এ নির্বাচনে লড়েছেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু, চাঁদগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের পুত্র আসাদুজ্জামান, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ফয়জুল হক চন্দন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমিরুল ইসলাম, সমাজসেবক খন্দকার নেইয়ার ইকবাল, আহসানুর রহমান, জামিল হোসেন, মনিরুল ইসলাম, ক্রীড়া ব্যাক্তিত্ব মোস্তাফিজুর রহমান বাবু, সোহেল আহম্মেদ, ভেড়ামারা আল হেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু। ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট পাইলট (মডেল )উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ অভিভাবকদের প্রত্যক্ষভোটে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছিল তত্বাবধায়ক সরকারের শাসনামলে।

উৎসব মুখর ওই নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। এরপর অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ঘোষনা দেওয়া হলেও বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে। অভিভাবকদের প্রত্যক্ষ ভোট প্রদানের এ নির্বাচন কে ঘিরে ভেড়ামারা এখন সরব। সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে চুল ছেরা বিশ্লেষন। প্রত্যেক অভিভাবক ৪ টি করে ভোট প্রদানের সুযোগ নিয়ে ৪ জনকে নির্বাচিত করবেন।

কোন যোগ্যপ্রার্থীকে নির্বাচিত করলে বিদ্যাপীটের পুরানো ঐতিহ্য অক্ষুন্ন থাকবে এবং লেখাপড়ার মান ক্রমেই বৃদ্ধি পাবে সে সব হিসেব কষছেন এখন ভোটাররা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.